চীনের পররাষর্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র খুং ছুয়েন ২৫ আগস্ট বলেছেন , গাজা এবং পশ্চিম তীরের আংশিক বসতি এলাকা থেকে ইস্রাইলের প্রত্যাহার ইস্রাইল-ফিলিস্তিন সংঘর্ষ নিস্পত্তিকরার জন্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ।
ইস্রাইল নির্দিষ্ট সময়ের আগে যে জোর করে গাজা এবং পশ্চিম তীরের ২৫টি বসতি এলাকা থেকে সরে গিয়েছে তার উপর মন্তব্য করে খুং ছুয়েন বলেছেন , পরিকল্পনাটি সম্পন্ন হওয়ায় চীন আনন্দিত । ইস্রাইল ও ফিলিস্তিন এই সুযোগে মধ্যপ্রাচ্য শান্তির রোড ম্যাপ পরিকল্পনা অনুযায়ী যথাশীঘ্রই আবার শান্তিপূর্ণ বৈঠক শুরু করবে বলে চীন আশা করে ।
|