২৪ আগস্ট আয়োজিত এক আলোচনা সভায় চীনের তিববত স্বায়ত্ত শাসিত অঞ্চলের বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা গত ৪০ বছরে রাজনৈতিক ও আর্থ-সামাজিক ক্ষেত্রে তিববতের অর্জিত বিরাট সাফল্য বর্ণনা করেছেন ।
তাঁরা বলেছেন , তিববতের ইতিহাসে তিববত স্বায়ত্ত শাসিত অঞ্চল প্রতিষ্ঠার পরবর্তী ৪০ বছরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের গতি সবচেয়ে দ্রুত , পরিবর্তন সবচেয়ে বেশী এবং জনসাধারণ সবচেয়ে সন্তুষ্ট । তিববতে স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রবর্তনের মহান অনুশীলনে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জিত হয়েছে । কেন্দ্রীয় সরকারের বিশেষ যত্ন ও সারাদেশের জনগণের বলিষ্ঠ সমর্থনে তিববতের অর্থনৈতিক গঠনে বিশ্ব স্বীকৃত বিস্ময় সৃষ্টি হয়েছে । তিববতের চেহারা একেবারেই পাল্টে গেছে ।
তিববত স্বায়ত্ত শাসিত অঞ্চলের গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লিয়েছুয়ে বলেছেন , গত বছর তিববতের জি ডি পি ২১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে । টানা চার বছর ধরে তিববতের অর্থনীতির গড়পড়তা বৃদ্ধিহার শত করা ১২.৫ ভাগে পৌঁছেছে।অধিকাংশ কৃষক ও পশু পালকের অভাব-অনটন ঘুচেছে ।
|