পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মুদ নাইম খান ২৪ আগস্ট ইসলামাবাদে বলেছেন, সামনের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আফগান সাধারণ নির্বাচনে পাকিস্তান যথাসাধ্য সমর্থন দেবে।
পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান এই তিনটি দেশের সিনিয়র সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত একটি সন্ত্রাস দমন বিষয়ক সম্মেলনে নাইম খান এ কথা বলেন।
তিনি বলেছেন, এ সম্মেলন এই তিনটি দেশের প্রথম আঞ্চলিক সন্ত্রাস দমন বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক। এই সম্মেলনে আফগানিস্তানের সাধারণ নির্বাচনের প্রতি পাকিস্তানের আন্তরিক সমর্থন প্রকাশ পেয়েছে।
মার্কিন সামরিক পক্ষ জানিয়েছে, আফগানিস্তানের সাধারণ নির্বাচন বানচাল করার জন্য আফগানিস্তানের সাবেক তালিবান সরকার আফগানিস্তানে ও সীমান্ত এলাকায় সন্ত্রাসী সংগ্রহের কাজ চালাচ্ছে।
|