v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-25 10:09:54    
রাশিয়া ফেডারেল

cri
    রাশিয়া হল বিশ্বের বৃহত্তম দেশ । তার পূর্ব দিকে হল প্রশান্ত মহাসাগর , পশ্চিম দিকে হল বাল্টিক সাগরের ফিনল্যান্ড উপসাগর । প্রায় ১ কোটি ৭১ লাখ বর্গকিলোমিটার ভূখন্ডের রাশিয়ায় ১ লাখেরও বেশী নদী আছে । সুন্দর সুন্দর মুক্তার মত ২ লাখেরও বেশী হ্রদ দেশটিকে সাজিয়েছে । এত বড় ভূখন্ডে রাশিয়ার প্রচুর প্রাকৃতিক সম্পদ , তেল , প্রাকৃতিক গ্যাস , সোনা ও বন ইত্যাদি সম্পদ বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে ।

    রাশিয়া সাবেক সোভিয়ে ইউনিয়নের ১৫টি প্রজাতন্ত্রের মধ্যে বৃহত্তম । সোভিয়ে ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া একটি স্বাধীন সার্বভৌম দেশে হিসেবে আন্তর্জাতিক সমাজে প্রবেশ করেছে । বর্তমানে রাশিয়ার জনসংখ্যা সাড়ে ১৪ কোটি , ১৩০টিরও বেশী জাতি আছে , এর মধ্যে ৮৩ শতাংশ রুশ ।

    রাশিয়া শুধু ভূখন্ড বড় নয় , মানুষও খুব বুদ্ধিমান । রাশিয়ার ১ হাজার ৩ শো বছরের সাংস্কৃতিক ইতিহাসে অনেক অনেক বিজ্ঞানী , লেখক , সঙ্গীত প্রমুখ বিশ্বে খুব বিখ্যাত ছিলেন ।

    রাজধানী মস্কো একটি ৮৫০ বছর ইতিহাসের আন্তর্জাতিক শহর , এ শহরও রাশিয়ার রাজনৈতিক , অর্থনৈতিক, সামরিক , সংস্কৃতিক ও বৈজ্ঞানিক কেন্দ্র । মস্কোর নাম শুনে লোকেরা প্রথম বিশ্ব বিখ্যাত ক্রেমলিনের কথা ভাবে । ক্রেমলিন আগে রাশিয়ার রাজাদের ভবন ছিল , বর্তমানে এটি হল রাশিয়ার প্রেসিডেও শিল্পীরা মন দিয়ে প্রত্যাকটি স্টেশন ডিজাইন নির্মাণ করেছেন । প্রত্যাক স্টেশনের বিশেষ বৈষিষ্ট্য আছে । রাশিয়ার সাবওয়ে মোট ৩০০ কিলোমিটার , প্রতিদিন ৮৭.২ লক্ষের মানুষ সাবওয়ে করে বিভিন্ন জায়গায় যায় ।

    চীন ও রাশিয়া বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ । ২০০১ সালের জুলাই মাসে দু'দেশ "চীন-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি" স্বাক্ষর করেছে , এই চুক্তিও দু'দেশের সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ মাইলফলক হয়েছে । সম্প্রতি বছলগুলোতে চীন ও রাশিয়ার উচ্চ পদস্থ নেতাদের পারস্পরিক সফর ও বৈঠক দু'দেশের রণনৈতিক অংশিদারত্ব ও সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করেছে ।অর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে ২০০৪ সালে দু'দেশের বাণিজ্যের মূল ২০ কোটি ডলার ছাঁড়িয়েছে ।