v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-25 09:32:09    
২৫ আগস্ট

cri
    **১৮৬৭ সালের ২৫ আগস্ট বৃটেনের পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা বিষয়ক বিশেষজ্ঞ ফারাডে মৃত্যুবরণ করেন । ১৭৯১ সালের ২২ সেপ্টেম্বর ফারাডে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন । ৫ বছর বয়সে তাঁর বাবা মায়ের সঙ্গে লন্ডনে আসেন । গবেষণা কাজে অতি পরিশ্রমের জন্যে,ফারাডের স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ে । তাঁর বার্ধক্যকালে তিনি বিখ্যাত "ফারাডে বিদ্যুত্-চুম্বকগুণসম্পন্ন অভিষেক নীতি" উত্থাপন করেন । ১৮৬৭ সালের ২৫ আগস্ট তিনি তাঁর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন ।

    **রোম অলিম্পিক গেমস্ শুরু

    ১৯৬০ সালের ২৫ আগস্ট,ইটালির রাজধানী রোমে ১৭তম অলিম্পিক গেমস্ শুরু হয় । মার্কিন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় রুডলফ এ অলিম্পিক গেমসে ১০০ মিটার,২০০মিটার ও ৪০০মিটার রিলে দৌড় প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক অর্জন করেন । রোমানিয়ার নারী হাই -জাম্পার বাল্লাস স্বর্ণপদক অর্জন করেন । ১৯৫৬ সাল থেকে১৯৬১ সাল পর্যন্ত,তিনি মোট ১৪বার বিশ্ব রেকর্ড করেন । তাছাড়া, ১৮ বছর বয়সে মার্কিন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় মোঃ আলী ৮১কে.জি পর্যায়ের বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন । সেবারকার অলিম্পিক গেমসে মোট ৭৬টি অলিম্পিক রেকর্ড হয় । তাই এটি উচ্চমানের ক্রীড়া সম্মেলন হিসেবে পরিচিত।

    **যৌথ বাহিনী প্যারিস মুক্ত করে

    ১৯৪০ সালের জুন মাসে জার্মানীর ফ্রান্স দখল করার পর ,চার্লস দ্য গলের জেনারেল এবং ফ্রান্সের কমিউনিস্ট পার্টি আলাদা আলাদাভাবে ঘোষণা প্রকাশ করে জনগণের প্রতি আগ্রাসীদের প্রতিরোধ করার আহ্বান জানান । ১৯৪৪ সালের জুন মাসে ইংগমার্কিন বাহিনী ফ্রান্সের নর্ম্যান্ডিতে পৌঁছায়,জার্মানীর বাহিনী পেরাজিত হয় । ১০ আগস্ট রেলপথের শ্রমিকরা বিরাট ধর্মঘট করেন,প্যারিসের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় । ১৯ তারিখে প্যারিসের জনগণ প্যারিস মুক্তি কমিটির নেতৃত্বে সশস্ত্র অভ্যত্থান চালান ,১২ হাজার ফরাসী সৈন্য এই আন্দোলনে অংশগ্রহণ করেন । তখন প্যারিস শহরে ২০ হাজারেরও বেশী জার্মান সৈন্য এবং ৮০টিরও বেশী পুকুর আছে । অভ্যত্থানকারীরা জার্মান বাহিনীর সঙ্গে প্রতিরোধ করেন । ২৪ তারিখ ভোরবেলা অধিকাংশ জার্মান বাহিনী পর্যদুস্ত হয় । ১৯৪৪ সালের ২৫ আগস্ট দ্য গলের বাহিনী প্যারিসে প্রবেশ করে শহর মুক্ত করে । জেনারেল দ্য গল ফ্রান্স প্রজাতন্ত্রের অস্থায়ী সরকারের চেয়ারম্যান হিসেবে প্যারিসে প্রবেশ করেন । ১৯৪৪ সালের ৩০ আগস্ট দ্য গল প্যারিসে ফ্রান্সের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেন ।

    **উত্তর আয়ারল্যান্ড সংকটে পড়ে

    ১৯৭১ সালের ২৫ আগস্ট,বৃটেন সরকার জরুরী অবস্থা জারি করে, আয়ারল্যান্ড আর্মীর মধ্যে কিছু সন্দেহজনক নেতাকে গ্রেফতার করে , তারপর উত্তর আয়ারল্যান্ডে দাঙ্গা ঘটে । ৩০০ আয়ারল্যান্ড আর্মীর অফিসারকে ব্রিটিশ বাহিনী ও পুলিশ গ্রেফতার করার পর, কয়েক ঘন্টার মধ্যে ,বেলফাস্ট আর উত্তর আয়ারল্যান্ডের অন্যান্য শহরের রাস্তায় রাস্তায় লড়াই বেধে যায় । তিন দিনের মধ্যে,মোট ২১জন নিরীহ নাগরিক এবং ২জন সৈন্যকে হত্যা করা হয় ।