চীনের শিক্ষা মন্ত্রণালয়ের হংকং ও ম্যাকাও বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মাদাম তিং ইয়ু ছিয়ুও ২৪ আগস্ট পেইচিংয়ে বলেছেন, গত বছর মূল-ভূখন্ডে পড়তে আসা তাইওয়ানী ছাত্রছাত্রীদের সংখ্যা ১ হাজার ৭'শো সাতাত্তর জন, তা ইতিহাসের নতুন রেকর্ড।
তাইওয়ান বিষয়ক কার্যালয় আয়োজিত তথ্য-জ্ঞাপন সভায় মাদাম তিং ইয়ু ছিয়ুও বলেছেন, সম্প্রতিক বছরগুলোতে মূল-ভূখন্ডে পড়াশোনা করতে আসা তাইওয়ানী ছাত্রীছাত্রীদের সংখ্যা স্পষ্টভাবে বেড়েছে। ১৯৮৫ সাল থেকে মূল-ভূখন্ডের উচ্চ পর্যায়ের বিদ্যালয়গুলো তাইওয়ানী ছাত্রছাত্রীদের তালিকাভূক্ত করতে শুরু করে। ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত উচ্চ বিদ্যালয়ে পড়াশোনারত তাইওয়ানী ছাত্রছাত্রীদের সংখ্যা ৫ হাজার ৬শো একচল্লিশ জন।
|