বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তা লুইস সাম্বো ২৩ আগস্ট মোজাম্বিকের রাজধানী মাপুতোতে বলেছেন , ২০০৬ থেকে ২০০৭ সনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকান দেশগুলোর জন্যে ৯৫ কোটি মার্কিন ডলারের বাজেট প্রণয়নকরেছে । এটা গেল বছরের চেয়ে ৩০ শতাংশ বেশী । এই সব অর্থ প্রধানত ম্যালেরিয়া আর এইডস প্রতিরোধে ব্যবহার করা হবে ।
সাম্বো বলেছেন , স্বাস্থ্য ক্ষেত্রে আফ্রিকান দেশগুলো বেশ কয়েকটি চ্যালেন্জেরসম্মুখীন হলেও এইডস রোগ প্রতিরোধে আফ্রিকান অঞ্চলে কিছু অগ্রগতিহয়েছে ।
জাতিসংঘ এইডস পরিকল্পনা সংস্থার পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বের ৬০ শতাংশ এইডস ভাইরাস বহনকারী আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে বসবাস করেন । তাছাড়া ৬০ শতাংশ ম্যালেরিয়ারোগীও আফ্রিকায় থাকেন ।
|