ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জীন মাটেই ২৩ আগস্ট বলেছেন, ইরান প্যারিস চুক্তি অনুসরণ না করে আবার পারমাণবিক তত্পরতা শুরু করেছে বলে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন একসঙ্গে পরামর্শ করে ইরানের সঙ্গে ৩১ আগস্ট আয়োজিতব্য বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
মাটেই বলেছেন, তিনটি দেশ একমত হয়েছে যে, ইরান প্যারিস চুক্তির কাঠামোতে ফিরে আসলেই , কেবল আলোচনা চালানো সম্ভব। কিন্তু আলোচনা ছেড়ে দেয়া হলেও ইরানের সঙ্গে যোগাযোগ বন্ধ হবে না।
|