চীন-অষ্ট্রেলিয়াঅবাধ বানিজ্য এলাকা সম্পর্কিত বৈঠকের তিনদিনব্যাপী দ্বিতীয় দফা আলোচনা ২৪ আগস্ট পেইচিংয়ে শেষ হয়েছে । দুপক্ষ আলোচনার ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে ।
জানা গেছে , দুপক্ষ দুদেশের বানিজ্যিক কাঠামো নিয়ে মতবিনিময় করেছে এবং পরস্পরের প্রশ্নের উত্তর দিয়েছে । দুপক্ষ বলেছে , এবারের আলোচনা পরস্পরের বানিজ্যিক কাঠামো জানার জন্যেও সহায়ক হবে এবং পরবর্তীকালে বাস্তব বৈঠক চালানোর জন্যে শর্ত সৃষ্টি করেছে ।
চীন ও অষ্ট্রেলিয়ার অবাধ বানিজ্য এলাকা সম্পর্কে প্রথম দফা বৈঠক মে মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । জানা গেছে , তৃতীয় দফা বৈঠক অক্টোবর মাসের শেষ দিকে শুরু হবে ।
এ পর্যন্ত চীন ২৭টি দেশ ও অঞ্চলের সঙ্গে ৯টি অবাধ বানিজ্য এলাকা প্রতিষ্ঠা সম্পর্কে বৈঠক করছে ।
|