ফ্রান্সের পোশাক ব্যবসায়ীরা সম্প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেছেন , ইউরোপীয় ইউনিয়ন দূরদর্শিতার অভাবে চীনের সস্তা দামের উত্কৃষ্ট বস্ত্র পণ্যের রফতানি সীমিত রাখার যে নতুন পদক্ষেপ নিয়েছে তা এক দু:খজনক ব্যাপার ।তাঁদের আশংকা: ইউরোপীয় ইউনিয়ন নমনীয় নীতি কার্যকরী না করলে ফ্রান্সের দোকানে বস্ত্র পণ্যের অভাব দেখা দিতে পারে এবং পোশাকের দাম বাড়তে পারে। এই জন্য ফ্রান্সের ক্রতাদের ক্ষতি হবে এবং তাদের পোশাক বাছাইয়ের সুযোগ কমে যাবে ।
জানা গেছে , চীনের কোনো কোনো বস্ত্র পণ্যের উপরে ইউরোপীয় ইউনিয়নের আরোপিত কোটা ফুরিয়েছে বলে ,চীনের প্রচুর বস্ত্র পণ্য অনেক ইউরোপীয় দেশের শুল্ক বিভাগে আটকে পড়েছে ।
উল্লেখ করা যেতে পারে যে ,ফ্রান্সের আমদানিকারক ফেডারেশন সংশ্লিষ্ট বিভাগের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ।
|