পেরুর রাষ্ট্রীয় বিমান পরিবহন কোম্পানি ২৩ তারিখ বলেছে , এই কোম্পানির একটি বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমান একই দিন পেরুর পুকালপা শহরের নিকটে ধ্বংস হয়েছে । ফলে বিমানের ক্রু সদস্য সহ মোট ৪৮জন মারা গেছেন ।
এই কোম্পানির মুখপাত্র বলেছেন , বিমানে মোট ১ শো জন আরোহী ছিলেন । এ পর্যন্ত এই বিমান দুর্ঘটনায় ৫২ জন জীবিত আছেন বলে আবিস্কৃত হয়েছে ।
বিমানটি পেরুর রাজধানী লিমা থেকে এ দেশের উত্তরাংশের লরেটো প্রদেশের রাজধানী ইকুইটোসের দিকে যাচ্ছিলো । জানা গেছে , বিমানটি অনেক পুরানো আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমান দুর্ঘটনা ঘটেছে ।
|