মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস ২৩ আগস্ট ওয়াশিংটনে সফররত দক্ষিণ কোরিয়ার বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রী বান কি মুনের সঙ্গে বৈঠক করেছে। দু'পক্ষ আয়োজিতব্য কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার চতুর্থ দফা বৈঠকের দ্বিতীয় পর্যায় সম্পর্কে মত বিনিময় করেছেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, রাইস ও বান কি মুন সমস্বরে বলেছেন, চতুর্থ বৈঠকের প্রথম পর্যায় সফল হয়েছে। তাঁরা নতুন বৈঠককে স্বাগত জানান।
একই দিন, চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল বলেছেন, চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারে উত্তর কোরিয়াকে অনুমতি দেওয়া হবে কিনা, সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আরও সক্রিয়ভাবে বিবেচনা করবে। তিনি বলেছেন, এ সমস্যায় মার্কিন ও উত্তর কোরিয়ার মতভেদ চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের অগ্রগতিকে ব্যাহত করবেন না। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বৈঠকের সংশ্লিষ্ট পক্ষ উত্তর কোরিয়ার কাছে একটি ধারাবাহিক প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার কাছে বেসামরিক সম্পদ যোগানো।
|