সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী সৌদ আল ফয়সল ২৩ আগস্ট জেদ্দায় বলেছেন , অশোধিত তেলের অপ্রতুলতা নয় ,বরং তেলজাত পন্য উত্পাদন ও চাহিদার মধ্যকার কাঠামোগত সমস্যাই আন্তর্জাতিক বাজারে তেলের ঊর্ধ্ব গতির কারণ।
তিনি আরো বলেছেন , কাঠামোগত সমস্যার মানে এই যে ,তেল শোধনাগার খুবই কম । তিনি মনে করেন , এইসমস্যার সমাধান না হলে তেলের সংকট বজায় থাকবে ।
পররাষ্ট্র মন্ত্রী সৌদ আল ফয়সল আরো বলেছেন , সৌদি আরব ভারসাম্যমূলক তেল নীতি অনুসরণ করেছে এবং করবে । সৌদি আরব তেলের ন্যায্য দাম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাবে
|