v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-24 15:27:50    
২৪ আগস্ট

cri
    ১৯৯১সালের ২৪ আগস্ট দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

    দক্ষিণ কোরিয়া এশিয়া মহাদেশের উত্তরপূর্ব অংশের কোরীয় উপদ্বীপের দক্ষিণপূর্ব অংশে অবস্থিত । তার আয়তন ৯৯ হাজার ২ শো ৩৭ বর্গকিলোমিটার , লোকসংখ্যা ৪.৮ কোটি(২০০৫ সাল), দক্ষিণ কোরিয়ায় শুধু কোরীয় জাতির অধিবাসীরা বসবাস করে ( কোরীয় জাতি ছাড়া এদেশে অন্য কোনো জাতি নেই)। সরকারী ভাষা কোরীয় ভাষা । কিছু নাগরিক বৌদ্ধ এবং খৃষ্টান ধর্মাবলম্বী। রাজধানী সিউল । গত শতাব্দির ৮০-র দশক থেকে বৈদেশিক আর্থ-বাণিজ্যিক উন্নয়নের বিপুল প্রচেষ্টা চালানো হয় , বহির্মুখী অর্থনৈতিক ব্যবস্থা উন্নততর করা হয় । ফলে দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয় এবং এদেশ এশিয়ার "চারটি ছোট ড্রাগনের" অন্যতম বলে আখ্যায়িত হয় । গাড়ি উত্পাদন পরিমাণের দিক থেকে দক্ষিণ কোরিয়া বিশ্বে নবম স্থানে। তার ইলেক্ট্রনিক্স শিল্পও বিশ্বে সামনের সারিতে রয়েছে। যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা বেশ উন্নত। ১৯৪৮ সালের ১৫ আগস্ট কোরিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এটাকে প্রথম প্রজাতন্ত্র বলা হয়। ১৯৯২ সালের ২৪ আগস্ট চীনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

    ১৯৬৬ সালের ২৪ আগস্ট বিশিষ্ট লেখক লাও শের মৃত্যু

    ১৯৬৬ সালের ২৪ আগস্ট চীনের সাহিত্য ও শিল্পকলা ফেডারেশনের ভাইচ প্রেসিডেণ্ট লাও শের মৃত্য হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর । তিনি পেইচিংয়ের অধিবাসী । ১৮৯৯ সালে এক গরীব শহরবাসীর ঘরে তাঁর জন্ম। তিনি চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি , চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির স্ট্যাণ্ডিং কমিটির সদস্য, চীনের সাহিত্য ও শিল্পকলা ফেডারেশনের ভাইস প্রেসিডেণ্ট, চীনের লেখক সমিতির ভাইস প্রেসিডেণ্ট ইত্যাদি পদে নিযুক্ত ছিলেন।

    লাও শে চীনের বিখ্যাত লেখক । তিনি তাঁর সারা জীবনকে দেশের সাহিত্য ও শিল্পকলা উন্নয়নে উত্সর্গ করেন । তাঁর উপন্যাস আর গল্প খুবই জনপ্রিয়, দেশ-বিদেশে বিপুলভাবে সমাদৃত হয়েছে বলে তাঁকে " গণ শিল্পী" বলে প্রশংসা করা হয় । তাঁর লেখা বিশিষ্ট উপন্যাস আর রচনার নাম : "রিক্সাওয়ালা লোথুওসিয়াংচি ", "লোংশ্যু নালা", " বসন্তের সৌণ্দর্য আর শরতের ফসল" ইত্যাদি।

    ১৯৯৭ সালের ২৪ আগস্ট বিশ্বে 'তামাক অথবা স্বাস্থ্য' সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত

    বিশ্বের দশম 'তামাক অথবা স্বাস্থ্য' সম্মেলন ১৯৯৭ সালের ২৪ আগস্ট পেইচিংয়ের মহা গণভবনে যথাযথ গুরুত্বের সঙ্গে অনুষ্ঠিত হয় । চীনের প্রেসিডেণ্ট চিয়াং জেমিন এই সম্মেলনে ভাষণ দেন । বিশ্বের ১০৩টি দেশ আর অঞ্চল থেকে আসা ১ হাজার আট শোরও বেশি প্রতিনিধি সম্মেলনটিতে অংশ নেন। চীনের স্বাস্থ্যমন্ত্রী ছেন মিনচাং এবং সোং ছিংলিন তহবিল সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রদত্ত 'তামাক অথবা স্বাস্থ্য' স্মারক পুরস্কার পেয়েছেন ।

    ২৪ আগস্ট : নেহেরু ভারতের অস্থায়ী সরকারের প্রধান নিযুক্ত হন

    ১৯৪৬ সালের ২৪ আগস্ট পণ্ডিত জওয়াহের লাল নেহেরু ব্রিটিশ ভারতের বড় লাটের নির্দেশে ভারতের প্রশানিক সংসদের ডেপুটি স্পিকার নিযুক্ত হন। এর আগে তিনি অহিংস অসহযোগ আন্দোলনে জড়িত থাকার কারণে ৯ বার ব্রিটিশ প্রশাসনের কারাগারে বন্দী ছিলেন।

    এই সংসদের ১২টি আসনের অন্তর্ভুক্ত ছিলেন হিন্দু, মুসলমান, শিখ, খ্রীষ্টান ইত্যাদি সম্প্রদায়ের প্রতিনিধি। মুসলিম লীগকে দেয়া হয়েছিল ৫টি আসন। এই বণ্টন ব্যবস্থা( বরাদ্দ) মেনে নিতে মুসলিম লিগ অস্বীকার করে । মুসলিম লীগের চেয়ারম্যান মোহম্মদ আলি জিন্নাহ( কায়েদে আজম) সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন দখলকারী বলিষ্ঠ হিন্দু শক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতকে দুই দেশে বিভক্ত করার জোর দাবি জানালেন ,অর্থাত্ একটি ইসলামী রাষ্ট্র ও একটি হিন্দু রাষ্ট্রে বিভক্ত করার দাবি জানালেন।

    আগস্ট মাসের প্রথম দিকে হিন্দু আর মুসলমানদের মধ্যে নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা বাধে , ফলে কলকাতার ইতিহাসে সবচেয়ে গুরুতর দাঙ্গা ঘটে।