v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-24 15:27:25    
চীনের গায়ক চাং সুয়েইও

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন শুনছেন বিশেষ অনুষ্ঠান সুরের ভুবন। আমি লিলি। দূরপ্রাচ্যের পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমি চাং সুয়েইও নামক চীনের একজন বিখ্যাত গায়ককে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো।

    সঙ্গীত মঞ্চে প্রবেশের পর গত বিশ বছরে চাং সুয়েইওয়ের গাওয়া অনেক গান প্রেমের গানের নিদর্শনে পরিণত হয়েছে। তিনি চীনা"সংগীত মঞ্চের দেবতা" বলে পরিচিত। ২০০৪ সালে চাং সুয়েইও "কালো আর সাদা" নামে নিজের এক নতুন CD সংকলন প্রকাশ করেছেন এবং তা শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আজকের অনুষ্ঠানে আমি চাং সুয়েইওয়ের এই নতুন CD সংকলন সম্বন্ধে আপনাদের কিছু বলছি।

    প্রিয় বন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তা হচ্ছে এই CD সংকলনের প্রধান গান। তার নাম হচ্ছে কালো আর সাদা ছবি । গানটির আবেগপূর্ণ সুরে প্রেমের প্রতি মানুষের চিরায়ত আকাঙ্গা প্রকাশ পেয়েছে। গানে বলা হয়েছে:

    আমার সবটুকু অনুভূতি নিয়ে নিজেকে বলি,

    মাঝে মাঝে মনে পড়ে আমি তোমাকে ভালোবাসি,

    তোমাকে ধরে রাখতে চাই,

    তবে সাহস আমার নেই।

    আশা করি, তুমি বিশ্বাস কর, এক বোকা তোমার কথা ভাবছে।

    ভাবছি, তোমার সাথে সিঁড়িতে আমার দেখা হবে। তা হচ্ছে আমার মনের সাদা-কালো ছবি।

    আচ্ছা, এখন পুরো গানটি শুনবো আমরা।

    ১৯৮৪ সালে চাং সুয়েইও চীনের হংকংয়ের একটি অপেশাদার গান গাওয়ার প্রতিযোগিতায় সুনাম অর্জন করেন। গত ২০ বছরে চীনের এক প্রজন্মের লোক তাঁর গানগুলো শুনতে শুনতে বড় হয়েছেন। তাঁর গানের একজন অনুরাগী বলেছেন, যেখানে বাতাস বয়ে যায়, সেখানে চাং সুয়েইওয়ের কন্ঠস্বর শোনা যায়। হৃদয়ে প্রেম থাকলে চাং সুয়েইওয়ের গানের সুর তোমার পাশে থাকবে।

 " কালো আর সাদা" নামে এই CD সংকলন হচ্ছে চাং সুয়েইওয়ের নিজের বিশ বছরব্যাপী শৈল্পিক জীবনের একটি সারসংকলন। " কালো আর সাদা" এই নাম বেছে নেয়ার কারণ সম্পর্কে চাং সুয়েইও বলেছেন, আমি মনে করি, গান গাওয়া, চলচ্চিত্রে অভিনয় করা এবং জীবন যাপনের ক্ষেত্রে আমি দ্বিমুখী লোক। আমি যেমন একজন সরল, পরিষ্কার ও দয়ালু তরুণের ভূমিকায় অভিনয় করতে পারি, তেমনি একজন শক্তিশালী ও তেজী পুরুষের ভূমিকায় অভিনয় করতে পারি। আমি মনে করি, এই দুটোর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কোমলতার সঙ্গে কঠোরতার মিলন ঠিক যেন কালো আর সাদা এই দু'টি সমান্তরাল শক্তির মত। এখন আমরা একসাথে " তোমাকে না ভালোবাসলে" নামে একটি গান শুনবো। তা হচ্ছে একটি কোরীয় টিভিনাটকের গান। চাং সুয়েইও তাঁর সুনিপুণ ও বিমুগ্ধকর সুর দিয়ে গানের গভীর দুঃখ ও অক্ষমতার অনুভূতি প্রকাশ করেছেন। গানে বলা হয়েছে:

    তোমাকে না ভালোবাসলে আমি ঈর্ষা করি কী করে,

    দুঃখিত বলতে চাই, তবে জানি তোমাকে ব্যাহত করেছি। আচ্ছা, এখন আমার সঙ্গে গান শুনুন।

    চা সুয়েইওয়ের এই নতুন CD সংকলনে পাঁচটি নতুন গান ছাড়াও আরো ২১ টি পুরানো গান বেছে নেয়া হয়েছে। এগুলো আবার তৈরী করা হয়েছে এবং তা আমাদের পুরনো দিনের কথা স্মরণ করিয়ে দেয়। এখন আমরা একসাথে এ ২১টি গানের মধ্যে একটি গান শুনবো। গানটি শুনে আপনারা গভীরভাবে মুগ্ধ হবেন।

    জানা গেছে, নতুন CD সংকলনের জন্যে গান বেছে নেয়ার প্রক্রিয়া খুব কঠিন। প্রথমে রেকর্ড প্লেয়ার কোম্পানি সাম্প্রতিক বছরগুলোতে চাং সুয়েইওয়ের প্রত্যেক CD সংকলনের প্রধান গানগুলো সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু চাং সুয়েইও এই পরিকল্পনা বাতিল করেছেন। তিনি কোম্পানির সঙ্গে আলোচনার পর যে গানগুলো আগে বাজার বা বাজেটের কারণে প্রধান অবস্থানে রাখেন নি, তবুও খুব শ্রুতিমধুর সে গানগুলো সংগ্রহণ করে নতুন CD সংকলনে রেখেছেন। আচ্ছা, এখন আমরা " তিতো প্রেম" নামে গানটি উপভোগ করবো।

    বহু বছরের সঙ্গীত জীবনে চাং সুয়েইও তার সুরেলা আর পরিপক্ক কন্ঠের নৈপুণ্য দিয়ে একটি পর একটি প্রেমের গান গেয়েছেন। গানের মাধ্যমে তাঁর শক্তি-সামর্থ্য প্রমানিত হয়েছে। তাঁর গাওয়া গানগুলোর রীতি নানা রকম হতে পারে, তবুও চাং সুয়েইও প্রত্যেক প্রেমের গানের বিশেষ শৈলী পুরোপুরিভাবে প্রকাশ করতে পারেন। আজকের অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে তাঁর গাওয়া "তুমি আমার পথের পথিক" নামে একটি গান শুনি। চাং সুয়েইও তাঁর সুগভীর কন্ঠে গানে সুপ্ত উষ্ণ ভাবানুভূতি প্রকাশ করেছেন। আচ্ছা, চলুন , বন্ধুরা, গানটি শোনা যাক।

    প্রিয় বন্ধুরা, আজকের সুরের ভুবন অনুষ্ঠান এখানে শেষ হল। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে দয়া করে জানাবেন। আমি আপনাদের মতামতের অপেক্ষায় আছি। আজকের সুরের ভুবন শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ।