v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-24 11:39:20    
ছেন ইয়ান ছিন

cri

    ছেন ইয়ানছিন ১৯৭৯ সালের ৫ই এপ্রিল চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে জন্ম গ্রহণ করেন। তাঁর ক্রীড়া বিষয় হল ভারোত্তলন। তিনি ওলিম্পিক গোমসে ৫৮ কেজি ভারোত্তলন বিভাগের প্রতিযোগিতায় যোগ দেবেন । তাঁর সর্বোশ্রেষ্ঠ সাফল্য হচ্ছে এই যে, তিনি ১৯৯৯সালে বিশ্ব ভারোত্তলন চ্যাম্পয়নশীপে নারীদের ৫৮ কেজির ভারোত্তলন বিভাগে চ্যাম্পিয়ন হন।

    তিনি ১৯৯০ সাল থেকে সুচৌ শহরের অপেশাদার ক্রীড়া স্কুলে অনুশীলন শুরু করেন। তখন তাঁর কোর্চ ছিলেন ছেন ইউফাং, ১৯৯৪ সালে চিয়াংসু প্রদেশের নারী ভারোত্তলন দলে প্রবেশ করেন, তখন তাঁর কোর্চ ছিলেন ছাও সিনমিং। ১৯৯৫ সালে তিনি জাতীয় ভারোত্তলন দলে প্রবেশ করেন। তখনও তাঁর কোর্চ ছিলেন ছাও সিনমিং।

    তাঁর প্রধান প্রধান সাফল্য হচ্ছে এই যে, ১৯৯৬ সালে জাতীয় ভারোত্তলন চ্যাম্পয়নশীপে ৫৯ কেজির সন্যাচ, জার্ক ও, মোট পয়েন্ট তিনটি বিভাগে চ্যাম্পিয়ন হন। ১৯৯৭ সালে অষ্টম জাতীয় গেমসে ৫৯ কেজির সন্যাচ ও, মোট পয়েন্ট চ্যাম্পিয়ন হন এবং ৫৯ কেজির জার্ক বিভাগে তৃতীয় হন। ১৯৯৭ সালে একাদশ বিশ্ব চ্যাম্পয়নশীপে ৬৪ কেজির সন্যান্চ জের্কে ও মোট পয়েন্ট তিনটি বিভাগে চ্যাম্পিয়ন হন। ১৯৯৮ সালে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভারোত্তলন চ্যাম্পয়নশীপে ৫৮ কেজির সন্যাচ, জার্ক ও মোট পয়েন্ট তিনটি বিভাগে চ্যাম্পিয়ন হন।