২৩ আগস্ট জেদ্দায় আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী আবদুল আজিজ বলেছেন, সৌদি আরব আশা করে, ইরাক নতুন সংবিধান প্রণয়নের যে প্রচেষ্টা চালাচ্ছে তা সফল হবে। নতুন সংবিধান ইরাকের জনগণের আশা-আকাংক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে বলে সৌদি আরব আশা প্রকাশ করে।
পররাষ্ট্র মন্ত্রী আবদুল আজিজ বলেছেন, ইরাকের জনগণের আশা-আকাংক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নতুন সংবিধান হবে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আনয়নের ভিত্তি। তিনি ইরাকের জনগণের উদ্দেশ্যে সংবিধার প্রণয়নের প্রক্রিয়ায় জাতি আর দেশের স্বার্থের দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, সৌদি আরব আশা করে, ইরাকের ঐক্যে সুনিশ্চিত করার জন্য নতুন সংবিধান প্রণয়নের সময় ইরাকের নেতারা যে সব সিদ্ধান্ত নেবেন তা পরবর্তীতে কার্যকর করা হবে।
|