এতে যশম রাজাও খুব রেগে গেলেন । রাজা লি-কে পাঠালেন উখোং-কে কন্দি করে আনার জন্য । যুব রাজ নেচা , শক্তিধর অলৌকিক দেবতা এবং দেবসেনাদের নিয়ে রাজা লি পুষ্পফল পর্বত অবরোধ করলেন ।
প্রথমে যুদ্ধ করতে গেলেন শক্তিধর অলৌকিক দেব । উখোং তাকে ডান্ডা দিয়ে চেপে ধরলো। তারপর গেলেন যুবরাজ নেচা । যাদুবলে নেচা তিন মাথা আর ছয়হাত তৈরি করে লড়তে লাগলেন । উখোংও তৈরি করলেন তিনটা নকল উখোং । নেচার পবন-অগ্নি কুন্ডলিতে নকল উখোং পুড়ে গেলো । উখোংও মন্ত্র পড়ে পবন অগ্নি কুন্ডলি হলো । তাতে পা পুড়ে গেলো নেচার । তিনি রনে ভঙ্গ দিলেন । বেগতিক দেখে স্বর্গরাজ্যে ফিরে গেলেন রাজা লি।
যশম রাজা আরো বেশি সৈন্য নিয়ে উখোং-কে আক্রমন করতে বললেন । এমন সময় শ্বেততারকা বললো , উখোংকে দেবপ্রতিম মহাজ্ঞানি উপাধি দিয়ে ভুলিয়ে স্বর্গ আনা হোক । এখানে তাকে রাজমাতার পিচফলের বাগান দেখাশোনার দায়িত্ব দিলে ভালো হবে । কাজ কর্মে সে খুব ভালো ।
যশম রাজা কথাটা মেনে নিলেন। শ্বেত তারকাকেই উখোং-এর কাছে যেতে বললেন প্রস্তাবটা নিয়ে ।
উখোং শ্বেত তারকার কাছ থেকে স্বর্গরাজ্যের খেতাব ও আমন্ত্রনের কথা শুনে চটে গেলো । কিন্তু পুষ্পফল পর্বতের চেয়ে রাজমাতার পিচবাগান ভালো শুনে আবার স্বর্গরাজ্যের চলেও এলো ।
পিচ বাগান দেখে উখোং মহাখুশি । সে একটা বড়ো পিচ ছিঁড়তে যাবে অমনি শ্বেত তারকা দেব বাধা দিলেন । কিন্তু উখোং কোনো বাধা না মেনে পিচ খেতে লাগলো ।
কিছুক্ষণ পর রাজমাতা সাতজন অপ্সরি পাঠালেন পিচ পেড়ে আনার জন্য । উখোং তখন ঘুমাচ্ছিলো বাগানে । একটা ডাল টেনে ধরতেই উখোং-এর ঘুম ভেঙে গেলো । অপ্সরিদের কাছ থেকে স্বর্গিয় ভোজসভার কথা জানতে পারলো উখোং । সেখানে প্রচুর পিচ খাওয়া হবে । কিন্তু ঐ সভায় সে আমন্ত্রিত নয় । উখোং তখনি বুঝলো , আবার যশম রাজার ফাঁদে পা দিয়েছে সে । এবারও তাকে মর্যাদা দেয়া হবে না ।
তখন সে অপ্সরিদের অনড় করে ফেললো । তারপর রাজমাতার সবুজ পাথরের পুলের উপর এলো । সেখানে বিশাল উঁচু এক ফোয়ারার মধ্যে বিশাল এক মুক্তো । সে তার উপর উঠে দেখলো ভোজসভার আয়োজন হচ্ছে । অমরত্বের মদের বড় বড় পাত্র , অমর সব ফল সুন্দর করে সাজানো হচ্ছে । উখোং কয়েকটা লোম ছিঁড়ে ঘুমের পোকা তৈরি করলো । সেগুলো উড়ে গিয়ে যেমনি পরিচারকদের গায়ে পড়লো অমনি ঘুমিয়ে পড়লো তারা । তারপর সে গিয়ে মনের সাধ মিটিয়ে মদ খেলো । তারপর একটা লোম ছিঁড়ে বস্তা বানালো । আর তারমধ্যে সব খাবার ভরে সে রওনা দিলো পুষ্পফল পর্বতে । কিন্তু মাতাল থাকার কারণে ভুল করে সে এসে পড়লো দেবতা লাওজির তুষিতা প্রাসাদে । সেখান পৌঁছে কয়েকটা অমর বটিকা খেয়ে ফিরে এলো পুষ্পফল পর্বতে ।
|