v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-23 20:16:58    
২৩ আগস্ট

cri
**২৩ আস্ট ১৯৩৭ সাংহাইএর উপর জাপানী আক্রমণকারীদের বোমা বর্ষণ

১৯৩৭ সালের ২৩ আগস্ট বিকাল ১টায় জাপানের বোমারু বিমানগুলো সাংহাই শহরের উপর বোমাবর্ষণ করে। ফলে সহস্রাধিক লোক এই হামলায় প্রাণ হারায়।

**২৩ আগস্ট ১৯৩৯ " সৌভিয়েত ইউনিয়ান-জামার্নীর পরষ্পরকে আক্রমণ না করার চুক্তি স্বাক্ষর"

১৯৩৯ সালের ২৩ আগস্টহিটলারের প্রতিনিধি লিবিনটেলু হিটলারের চিঠি নিয়ে বিমান যোগে মস্কোযান। সৌভিয়েত ইউনিয়ানের সঙ্গে পরষ্পরকে আক্রমণ না করার চুক্তি স্বাক্ষর করা তাঁর মস্কো যাওয়ার মূল উদ্দেশ্য।

**২৩ আগস্ট ১৯৩০ চীনের কৃষক-শ্রমিক লাল ফৌজের প্রথম ফিল্ড আর্মি প্রতিষ্ঠিত হয়

১৯৩০ সালের ২৩ আগস্ট নানছানের উপর আক্রমনের লক্ষ্য ছেড়ে দিয়ে লাল ফৌজের প্রথম ফিল্ড আর্মি এবং ছানশা শহর থেকে সরে যাওয়া লাল ফৌজের তৃতীয় ফিল্ড আর্মি লিওইয়াং লংহো শহরে সম্মিলিত হয়। দুই আর্মি এক সঙ্গে সংযুক্ত হয়ে চীনের কৃষক-শ্রমিকলাল ফৌজের প্রথম ফিল্ড আর্মি প্রতিষ্ঠিত হয়। জু ডে আর্মির সেনাপতি, মাও জে ডং আর্মির রাজনৈতিক কমিশনার নিযুক্ত হন।

**২৩ আগষ্ট ১৯৫৩ চীনের গণ মুক্তি ফৌজ তাইওযানের চিংমেন দ্বীপের উপর বোমাবর্ষন করে

১৯৫৩ সালের ২৩ আস্ট চীনের গণ মুক্তি ফৌজ কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, তাইওয়ানের চিংমেন দ্বীপে মোতায়েন গুওমিনডাংএর রক্ষী বাহিনীর ঘাঁটি এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুর উপর বোমাবর্ষণকরে।

**২৩ আস্ট ১৯৮২ ফিলিস্তিন মুক্তি সংস্থার সৈন্য বৈরুত থেকে প্রত্যাহার

১৯৮২ সালের ২৩ আগস্ট ইস্রাইলের চাপে এক হাজার ফিলিস্তিনী গেরিলা বৈরুত থেকে প্রত্যাহার করে। তারা জাহাজে চড়ে দক্ষিণ ইয়েমেনে চলে যায়। কিন্তু মার্কিন সরকারের বারংবার দাবী উপেক্ষা করে ইসরাইল পশ্চিম বৈরুতে বোমাবর্ষণ করে।

**২৩ আগস্ট ১৯৩৯ জাপানের সৈন্য হংকং অবরোধ করে

১৯৩৯ সালের ২৩ আগস্ট চীনের সৈন্যবাহিনীর সরবরাহ লাইন বিছিন্ন করার জন্য জাপানের সৈন্যরা হংকং অবরোধ করে। ২৫ তারিখে হংকং আর গুওয়াংডংএর মধ্যে পরিবহন সম্পূর্ণভাবে বিছিন্ন হয় । এর পর হংকংয়ে মোতায়েন ব্রিটিশ নৌ-বাহিনীর কতৃর্পক্ষ সাগরের জলসীমা অবরোধ করার সিদ্ধান্ত নেয়।

**২৩ আগস্ট ১৯৯৭ ইরানের প্রেসিডেন্ট খাতিমি প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নিযুক্তকরেন।

১৯৯৭ সালের ২৩ আগস্ট ইরানের প্রেসিডেন্ট খাতামি আনুষ্ঠানিকভাবে ৩৬ বছর বয়স্ক মাসুমে এবুটে খায়কে ইরানের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেন। তিনি পরিবেশ সংরক্ষণের দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে ইরানের ইসলাম বিপ্লবের পর তিনি হলেন ইরানের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রে ডক্টার ডিক্রি অর্জন করেন। তিনি এক সময় ইরানের নারী সংস্থার কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান । ১৯৯৫ সালে তিনি ইরানের প্রতিনিধি দলের উপ নেতা হিসেবে চীনে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে অংশ নেন।

**২৩ আগস্ট ১৯৪৪ রোমানিয়ায় অভ্যুত্থান ঘটে

ফ্যাসিবাদী জামার্নীর সাম্রাজ্যবাদী শাসন উত্খাত করার জন্য ১৯৪৪ সালের ২৩ আগস্ট রোমানিয়ায় অভ্যুত্থান ঘটে। ১৯৪০ সলের অক্টোবরেজার্মানীর সৈন্যবাহিনী রোমানিয়া দখল করে নেয়। জার্মানী আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য রোমানিয়ার জনগণ অবিরাম প্রচেষ্টা চালান। অবশেষে তারা সাম্রাজ্যবাদী শাসন থেকে মুক্তি লাভ করেন ।

**২৩ আগস্ট ১৯৪২ স্টালিনবার্গের প্রতিরক্ষা যুদ্ধ

১৯৪২ সালের ২৩ আগষ্ট স্টালিনবার্গের উপর জার্মানীর প্রধান সৈন্যবাহিনীর সার্বিক হামলা। যার ফলে বিশ্ব-বিখ্যাত স্টালিনবার্গ প্রতিরক্ষা যুদ্ধের সূত্রাপা হয়।