চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিভাগের পরিচালক মাদাম সু চিং হু ২৩ আগস্ট পেইচিংয়ে বলেছেন , জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার যেভাবেই চলুক না কেন , চীন নিরাপত্তা পরিষদে প্রথমে আফ্রিকার প্রতিনিধিত্ব বৃদ্ধির প্রয়াস সমর্থন করবে ।
একইদিন সমাপ্ত চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের চতুর্থ উচ্চপদস্থ কর্মকর্তাদের অধিবেশনে তিনি এই কথা বলেছেন ।
তিনি আরো বলেছেন , চীন সর্বদাই জাতিসংঘের বহু ক্ষেত্রের সর্বমুখী সংস্কার সমর্থন করে । চীন মনে করে , উন্নয়ন সমস্যার সমাধান ও সহস্রাব্দির উন্নয়ণের লক্ষ্য বাস্তবায়নকে অগ্রাধিকার দিতে হবে । আফ্রিকার অকৃত্রিম বন্ধু হিসেবে চীন আফ্রিকার রাজনৈতিক দাবি উপলব্ধি করে এবং সমর্থন করে । চীন আশা করে , দুপক্ষ জাতি সংঘের সংস্কার নিয়ে মাঝে মাঝে মত বিনিময় করবে এবং সহযোগিতা করবে ।
|