২২ আগস্ট ৩৪টি দেশ ও আন্তর্জাতিক সংগঠনের দু শো জনেরও বেশী কূটনীতিক ও বিদেশী বিশেষজ্ঞরা চীনের নান চিং শহরে হানাদার জাপানী বাহিনীর পৈশাচিক হত্যাযজ্ঞ প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেছেন ।
১৯৩৭ সালের ১৩ ডিসেম্বর হানাদার জাপানী বাহিনী চীনের তদানীন্তন রাজধানি নানচিং দখল করে ।এর পর জাপানী বাহিনী নির্বিচারে চীনের জনসাধারণ ও নিরস্ত্র সেনাদের হত্যা করতে থাকে । নিহত চীনাদের সংখ্যা প্রায় তিন লক্ষ । কিন্তু গত কয়েক বছরে জাপানের দক্ষিণ পন্থী শক্তি ছলে-বলে কৌশলে চীনের উপরে জাপানের হামলার ইতিহাস বিকৃত করে নানচিং গণ হ্ত্যা অস্বীকারের অপচেষ্টা চালিয়েছে ।
ব্রুনেইয়ের দূতাবাসের দ্বিতীয় সচিব নাসরি আব্দুল লটিফ এই প্রদর্শনী দেখার পর সাংবাদিকদের বলেছেন , প্রদর্শনীকক্ষে যে প্রচুর প্রতিকৃতি ও জিনিষপত্র সাজানো হয়েছে তাতে সেইবছরের দৃশ্য ফুটে উঠেছে । তিনি হানাদার জাপানী বাহিনীর পাশবিক কার্যকলাপে স্তম্ভিত হয়েছেন ।
|