ইউরোপীয় ইউনিয়ন কমিটির একজন মুখপাত্রী ২২ আগস্ট এক তথ্যজ্ঞাপন সভায় বলেছেন , চীনের বস্ত্র- রপ্তানির সীমিতকরণ থেকে উদ্ভূত সমস্যা সমাধানের জন্যে ইউরোপীয় ইউনিয়ন কমিটির বানিজ্য বিষয়ক কর্মকর্তারা ২৪ আগস্ট চীনে পৌঁছবেন ।
মুখপাত্রী আরও বলেছেন , ইউরোপীয় ইউনিয়ন কমিটি স্থির করেছে , ২৫ আগস্ট ব্রাসেলসে ২৫টি সদস্য রাষ্ট্রেরপ্রতিনিধিদের সঙ্গে বস্ত্রপন্যআমদানির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সামনের সংকট নিরসন বিষয় নিয়ে আলোচনা করা হবে ।
চলতি বছরের জুন মাসে ইউরোপীয় ইউনিয়ন চীনের ১০ ধরনের বস্ত্রপন্যেররপ্তানির উপর কোটা আরোপের সিদ্ধান্তনিয়েছে ।ইউরোপীয় ইউনিয়নের কিছু সদস্যদেশের সরকার , পোষাক আমদানীকারক ও খুচরা-বিক্রেতারা ইউরোপীয় ইউনিয়ন কমিটির কাছে চীনের তৈরী পোষাক-রপ্তানীর ওপর আরোপিত কোটা শিথিল এমন কি বাতিল করার দাবি জানিয়েছে ।
|