প্রনালীর দুপারের সম্পর্ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দুপারের সম্পর্ক বিষয়ক ষষ্ঠ ফোরাম ২৩ আগস্ট সিয়ামেন শহরে শুরু হয়েছে । প্রনালীর দুপারের বিশেষজ্ঞ, পন্ডিত, ছাত্র-যুবা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরাসহ মোট ১৫০জন লোকউদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন ।
"দুপারের যুব-সম্প্রদায়েরআদানপ্রদানও ভবিষ্যদ্বানী" শিরোনামাধীন এই ফোরামটিতে যোগদানের জন্যে পেইচিং বিশ্ববিদ্যালয়, ছিংহুয়া বিশ্ববিদ্যালয়, সিয়ামেন বিশ্ববিদ্যালয, তাইওয়ান বিশ্ববিদ্যালয়,তাইওয়ানের তুংউ বিশ্ববিদ্যালয় ও তাইওয়ানের রাজনৈতিক বিশ্ববিদ্যালয় প্রভৃতি বিখ্যাত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে ।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের উপপরিচালক সুন ইয়াফু ভাষণ দেয়ার সময়ে বলেছেন , দুপারের যুবকরা হচ্ছে চীনা জাতির ভবিষ্যত এবং দুপারের সম্পর্ককে শান্তিপূর্ণ ও স্থিতিশীলভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চালিকা শক্তি । বলা যায় তারা দুপারের সম্পর্কেরবিকাশের সম্ভাবনা নির্ধারিত করে । দুপারের যুব-সম্প্রদায়কে যোগাযোগ জোরদার করতে হবে , আদানপ্রদান সম্প্রসারণ করতে হবে , মনোভাব গভীর করতে হবে , ঐক্যমত অর্জন করতে হবে এবং শান্তিপূর্ণ ও স্থিতিশীলভাবে দুপারের সম্পর্ক গড়ে তোলার জন্যে এক আশার সেতু স্থাপন করতে হবে ।
|