চীনের জাতীয় কয়লা খনির নিরাপত্তা তত্ত্বাবধান অধিদফতরের কর্মকর্তা সং ইউয়ান মিং ২৩ আগস্ট সি আর আইয়ের সংবাদদাতাকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন , চীনের কয়লা খনিতে দুর্ঘটনা ঘন ঘন ঘটার প্রবণতা রোধ করার জন্য চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ কঠোর পদক্ষেপ নিচ্ছে ।
সং ইউয়ান মিং জানিয়েছে, চীনের সাত হাজারেরও বেশী কয়লা খনি নিরাপদে কয়লা উত্পাদনের অনুমতিপত্র পায় নি বা সংস্কার করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে । চলতি বছরের ৩১ ডিসেম্বর সংস্কারের সর্বশেষ সময়সীমা । এইসময়ের মধ্যে কোনো কয়লা খনির নিরাপদ কয়লা উত্পাদনের নিশ্চয়তা না থাকলে তা চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হবে । সেই সঙ্গে কয়লা খনির নিরাপদ উত্পাদন সংক্রান্ত পুরস্কার দানের ব্যবস্থা প্রবর্তিত হবে এবং দোষীদের ধরিয়ে দেওয়ার জন্য বিশেষ টেলিফোন লাইনও পোস্ট বাক্স খোলা হবে ।
উল্লেখ করা যেতে পারে যে , গত জুলাই মাসের পর থেকে এই পর্যন্ত চীনের কয়লা খনির দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ শ্রমিকদের সংখ্যা গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ৭০ শতাংশ বেড়েছে ।
|