চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ১৭তম অধিবেশন ২৩ আগস্ট পেইচিংয়ে শুরু হয়েছে। ছয় দিন ব্যাপী অধিবেশনে নতুন সংশোধিত "নারী অধিকার ও স্বার্থ নিশ্চয়তাবিধান আইন" সহ তিনটি আইন প্রণয়ন করার সম্ভাবনা আছে, এবং "ব্যক্তিগত আয়কর আইনের" সংশোধিত বিলসহ পাঁচটি আইনের খসড়া পর্যালোচনা করা হবে।
জানা গেছে, এবার "নারী অধিকার ও স্বার্থ নিশ্চয়তাবিধান আইন" সংশোধনের উদ্দেশ্য হচ্ছে নারীদের অধিকার ও স্বার্থের নিশ্চয়তাবিধানের ব্যবস্থা আরো যথার্থ করা, পুরুষ ও নারীর সমান অধিকার নীতি প্রতিফলিত করা। "ব্যক্তিগত আয়কর আইন" সংশোধনের উদ্দেশ্য হচ্ছে বর্তমান চীনা নাগরিকদের আয়ের ব্যবধান কমানো।
তা ছাড়া, "তামাক নিয়ন্ত্রণ কাঠামো কনভেনশন" এবং '১৯৫৮ সালে কর্মসংস্থান ও পেশাগত বৈষম্য বাতিল করা সংক্রান্ত কনভেনশন'সহ চারটি আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তিও এবারকার অধিবেশনে জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অনুমোদনের জন্য দাখিল করা হবে।
|