v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-23 11:15:12    
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পছন্দের বই

cri
    চীনের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বই একটি নৈমিত্তিক ও সার্বক্ষনিক দৃশ্য। তাদের মুখ তৃপ্তি ও আত্মপ্রত্যয়ের হাসিতে পরিপূর্ণ।

    "ক্লাসের বাইরে তোমার বই পড়ার প্রধান কারণ কি?" "তুমি কি রকম বই পছন্দ করো?" "তুমি কত সময়ের ব্যবধানে একটি বই পড়ো?" সম্প্রতি শাংহাই যোগাযোগ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের বই বাছাইয়ের প্রবণতার উপর একটি জরীপ ও গবেষণা চালিয়েছে।

    জরীপের ফলাফল অনুযায়ী ক্লাসের বাইরে বই পড়ার প্রধান কারণ হলো বিশ্রাম করা।

    অনেক ছাত্রছাত্রী বলেছে, ক্লাসে এমনিতেই অসংখ্য পাঠ্য বই পড়তে হয়। তাই ক্লাসের বাইরে অবশ্যই আমরা কিছু হাল্কা বই পড়তে চাই। আমরা আশা করি, এইসব বই আমাদের চাপ প্রশমিত করতে পারে। "ক্লাসের বাইরে তোমার বই পড়ার প্রধান কারণ কি" এই প্রশ্নের উত্তরে শতকরা ৪৪.৯ ভাগের ছাত্রছাত্রী মনে করে, ক্লাসের বাইরে বই পড়লে জ্ঞানের পরিসর বাড়তে পারে , শতকরা ৪৭ ভাগ ছাত্রছাত্রী বিশ্রাম ও চিত্তবিনোদনের জন্যেই ক্লাসের বাইরে বই পড়ে । শতকরা ৪০.৯ ভাগ ছাত্রছাত্রী আত্মশোধনের জন্য ক্লাসের বাইরে বই পড়ে। শুধু শতকরা ৮.২ ভাগ ছাত্রছাত্রী মনে করে, ক্লাসের বাইরে বই পড়লে বিশেষ জ্ঞান বাড়তে পারে। এখন দেখা যায়, নিজেদের অস্থির জীবন সুস্থির করা বা নিজেদের জ্ঞানের পরিসর বাড়ানোই হচ্ছে ক্লাসের বাইরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বই পড়ার প্রধান কারণ যার ফলে ক্লাসের চাপ ও ব্যস্ততা ক্ষণিকের জন্যে দূর হয়।

    বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পাঠ্য বই পছন্দ করে না। এটা কি যুক্তিযুক্ত? বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীর পেশাগত জ্ঞান আহরণের অবস্থা কি সমাজের মৌলিক দাবির সঙ্গে সংগতিপূর্ণ? অনেক শিল্পপ্রতিষ্ঠান বলেছে, বর্তমানে স্নাতক ছাত্রছাত্রীদের পেশাগত সামর্থ্য খুবই দুর্বল, তাদের জ্ঞান বাস্তব জীবনে কমই প্রযোজ্য। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে স্নাতক ছাত্রছাত্রীরা পাঠ্যক্রমের মাধ্যমে জ্ঞান আহরণ করা ও নিজেদের পেশাগত নৈপুণ্যের প্রশিক্ষণ নেয়ার উপর গুরুত্ব দেয় নি এবং সংশ্লিষ্ট পেশার ক্লাসের বাইরের বই কম পড়ে বলে এই রকম অবস্থা দেখা দিয়েছে।

    জাতিতত্ত্ব ইন্সটিটিউটের সিয়াও হুই ভিন্ন মনোভাব পোষণ করে।সে বলেছে, আমি মানবিক সংক্রান্ত অনেক বই পড়েছি। এটা একদিকে নিজের মানবজাতি সংক্রান্ত চরিত্র উন্নত করতে পারে, অন্যদিকে আমার পেশাগত চাহিদা মেটাতে পারে। আমি হাল্কা মনে এইসব বই পড়েছি বলে আমি আমার আগ্রহকে পেশাগত জ্ঞানের সঙ্গে সমন্বিত করেছি।

    জরীপে দেখা গেছে, খবরের কাগজ, ম্যাগাজিন ইত্যাদি সব সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সখের পড়ার তালিকায় প্রথম স্থান অধিকার করে। ক্লাসের পর ছাত্রছাত্রীরা একটি একটি খবরের কাগজ বা ম্যাগাজিন খুলে পড়ছে, এমন দৃশ্য বিশ্ববিদ্যালয়ের একটি নিত্য-নৈমিত্তিক দৃশ্যে পরিণত হয়েছে। অধিকাংশ ছাত্রছাত্রীরা পত্রিকা বেছে নিয়েছে, তার কারণ হলো, পত্রিকার খবর সংক্ষিপ্ত ,সহজে পড়া যায় এবং এতে বেশী তথ্য পাওয়া যায় আর তা সুলভ।

    শিয়াও হোং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রপ্রকৌশল বিভাগের একজন ছাত্রী। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের জীবন খুবই ব্যস্ত , বিশেষ করে আমাদের মত প্রকৌশল বিভাগের ছাত্রছাত্রীদের জন্যে অনেক সময় নিয়ে উপন্যাস, লম্বা প্রতিবেদন পড়া খুবই মুশকিল। তিনি জোর দিয়ে বলেছেন, এইভাবে পড়ায় ধারাবাহিকতার অভাব বলে পড়ার মান গুরুতরভাবে ব্যহত হয়। তবুও সংবাদপত্র ও ম্যাকাজিনের খবর সংক্ষিপ্ত ও বৈচিত্র্যময়। এতে যেমন সাহিত্যিক প্রকৃতি রয়েছে তেমনি বেশী তথ্য আছে। পত্রিকা পড়ার মাধ্যমে আমরা সুবিধাজনকভাবে সমাজ ও পৃথিবী সম্বন্ধে জানতে পারি। তাই অবসর সময়ে পত্রিকা পড়া যে আমাদের প্রথম বাছাই, তা অস্বাভাবিক কিছু নয়।

    জরীপে আরও দেখা গেছে, বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্যে বিনামূল্যে সরবরাহকৃত <ওয়েন হুই> পত্রিকা ক্লাসের বাইরে ছাত্রদের সর্বাধিক পঠিত পত্রিকা। তরুণ-তরুণী পত্রিকা, গ্লোব টাইমস , রেফারেন্স সংবাদ , কম্পিউটার পত্রিকা, পাঠক ইত্যাদি পত্রিকাও ছাত্রছাত্রীদের মধ্যে সমাদর রয়েছে। পত্রিকা পড়ার সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি কি বিষয়বস্তুর উপর নজর রাখে? নজর রাখার বিষয়ের মধ্যে সংবাদ প্রথম , শতরা ৬১.৩ ভাগ । তারপর শতকরা ২৪.৫ ভাগ ছাত্রছাত্রী জীবন সম্পর্কিত তথ্যের উপর বেশি নজর রাখে, শতকরা ১৬.৪ ভাগ ছাত্রছাত্রী সাহিত্য কর্মের উপর গুরুত্ব দেয়, শতকরা ১৮.৪ ভাগ ছাত্রছাত্রী ভাষ্য পছন্দ করে। তাই দেখা যায়, ছাত্রছাত্রীদের পত্রিকা পড়ার প্রধান কারণ হলো বাইরের পৃথিবী সম্বন্ধে জানা। তারা এই সুবিধাজনক পত্রিকার মাধ্যমে সমাজের সঙ্গে সমান তাল মিলাতে চায়।