ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ও ইস্রাইলের প্রধানমন্ত্রী আরিয়েল শ্যারনের মধ্যে ২২ আগস্ট টেলিফোনে কথাবার্তা হয়েছে। একতরফা বসতি প্রত্যাহারের মাধ্যমে ফিলিস্তিন ও ইস্রাইলের মধ্যে শান্তি ত্বরান্বিত হবে বলে দু'নেতা একমত প্রকাশ করেন।
শ্যারনের অফিসের একটি বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ইস্রাইলের ইহুদী বসতি প্রত্যাহারের তত্পরতা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বলে আব্বাস টেলিফোনে তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এটি ফিলিস্তিন ও ইস্রাইলের সম্পর্কে নতুন অগ্রগতি আনবে। তিনি অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে দু'পক্ষের শান্তি প্রতিষ্ঠার কথা আরেক বার প্রকাশ করেছেন। দু'পক্ষ শিগ্গীরই বৈঠক করার বিষয়ে মতৈক্যে পৌঁছেছে।
|