v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-22 22:33:09    
২০০৫ সালের চীনা রোবট প্রতিযোগিতা চিয়াংসুতে অনুষ্ঠিত

cri
    ২০০৫ সালের চীনা রোবট প্রযোগিতা চিয়াংসু প্রদেশের ছাংচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে। সেখানে গ্রামীণ বৈশিষ্ট্যসম্পন্ন সংগীতের সঙ্গে সঙ্গে সুন্দর কাপড় পরা অনেক রোবট "ইয়াং কো" নামক নাচ পরিবেশন শুরু করেছিলো। চীনা রোবট প্রতিযোগিতা ২০০৫ - অর্থাত্ ষষ্ঠ মাধ্যমিক ও প্রাইভেট ছাত্রদের কম্পিউটারে বানান প্রতিযোগিতা চিয়াংসু প্রদেশের ছাংচৌ শহরে ২৯ জুলাই অনুষ্ঠিত হয়েছে। পরের ৫ দিনে সারা চীনের মাধ্যমিক ও প্রাইভেট স্কুল থেকে আসা সহস্রাধিক ছাত্র রোবট ফুটবল ও নৃত্য ইত্যাদি প্রতিযোগিতায় যোগ দিয়েছে।

    চীনের স্বয়ংক্রিয় যান্ত্রিক ব্যবস্থা কমিটির রোবট প্রতিযোগিতা উপকমিটি এবং চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের হাই-টেক গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা প্রধাণত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও বৈজ্ঞানিক গবেষণা স্কুলের জন্য অনুষ্ঠিত একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তত্পরতা। প্রতি বছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারকার রোবট প্রতিযোগিতার তেরোটি অংশ আছে, রোবকাপ রোবট ফুটবল প্রতিযোগিতা, ফিরা রোবট ফুটবল এবং রোবট নৃত্য ইত্যাদি। ছিংহুয়া বিশ্ববিদ্যালয়, পেইচিং বিশ্ববিদ্যালয় এবং চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইত্যাদি ৫৯টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯০টিরও বেশী প্রতিনিধি দলের মোট ৬০৩জন প্রতিযোগী এবারকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে এ প্রতিযোগিতাকে দেশের বৃহত্তম আকারের রোবট প্রতিযোগিতা বলা যায়।

    শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারা চীনা মাধ্যমিক ও প্রাইভেট ছাত্রদের কম্পিউটার বানান তত্পরতা আয়োজিত হয়। এ অনুষ্ঠানে দু'টি অংশ আছে, একটি কম্পিউটার ডিজাইনের কাজ পর্যবেক্ষণ এবং অন্যটি কম্পিউটার রোবট প্রতিযোগিতা। কম্পিউটার ডিজাইনের কাজে প্রধাণতঃ কম্পিউটারে ছবি আঁকা, ফ্লেশ, পত্রিকা-ম্যাগাজিন, ওয়েবসাইট, গ্রাফিক ডিজাইন, প্রোগ্র্যাম ডিজাইন ইত্যাদি অংশ আছে। রোবট প্রতিযোগিতায় প্রধাণতঃ রোবট ফুটবল, রোবটের আগুন নেভানো, রোবট নৃত্য ইত্যাদি অংশ থাকে। সমগ্র চীনের ২৮টি প্রদেশ, মহানগর, স্বায়ত্ত শাসিত অঞ্চল ও সিন-চিয়াং উত্পাদক ও নির্মাতা দল এবং কর্তৃপক্ষ ছাংচৌ'র ৩৬১জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় যোগ দিয়েছে।

    চীনের স্বয়ংক্রিয় যান্ত্রিক ব্যবস্থা কমিটির রোবট প্রতিযোগিতা উপ-কমিটির পরিচালক স্যুন জেং ছি জানিয়েছেন, রোবট প্রতিযোগিতা হলো বর্তমানে আন্তর্জাতিক সমাজে প্রচলিত একটি হাই-টেক প্রতিযোগিতা। এতে মেধাশক্তি, মেধা নিয়ন্ত্রণ, রোবট যোগাযোগ ইত্যাদি বহু ক্ষেত্রের প্রাক-গবেষণা ও প্রযুক্তি সংযুক্ত হয়েছে। হাই-টেক, বিনোদন ও প্রতিযোগিতামূলক তত্পরতাটি ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমানে আন্তর্জাতিক সমাজে রোবট ফুটবল, রোবট নৃত্য, রোবট বাস্কেটবল ইত্যাদি অনেক ধরণের প্রতিযোগিতা প্রবর্তিত হয়েছে।

    জানা গেছে, চীনের রোবট প্রতিযোগিতা এবং মাধ্যমিক ও প্রাইভেট ছাত্রদের কম্পিউটার বানান প্রতিযোগিতা এই দু'টি প্রতিযোগিতা প্রথমবারের মতো একই শহরে অনুষ্ঠিত হয়। চিয়াংসু প্রদেশের ছাংচৌ শহর পরপর ছ'বছর "জাতীয় অগ্রসর বিজ্ঞান ও প্রযুক্তির শ্রেষ্ঠ শহর" সুনাম পেয়েছে এবং তাকে দেশের উত্পাদন শিল্পের তথ্যায়নের গুরুত্বপূর্ণ শহর, জাতীয় উত্পাদন নেট কম্পিউটার ব্যবহারের পরিক্ষামূলক শহর, মেধা স্বত্বের পরিক্ষামূলক শহর এবং দেশের কার্টুন ও ফ্ল্যাশ শিল্পের ঘাঁটি বলা হয়। এই শহরে অগ্রসর বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহৃত শিল্প ও কৃষির অনুপাত যথাক্রমে ৪৪ শতাংশ ও ৫৬.৭৮ শতাংশে দাঁড়িয়েছে।