চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের চতুর্থ উচ্চপদস্থ কর্মকর্তাদের দুদিনব্যাপী সম্মেলন ২২ আগস্ট পেইচিংয়ে শুরু হয়েছে । চীন আর আফ্রিকার ৪৬টি দেশের প্রতিনিধিরা , আফ্রিকার৬টি আঞ্চলিক সংস্থার পর্যবেক্ষকরা এবং চীনে নিযুক্ত আফ্রিকার কুটনীতিবিদরা সম্মেলনটিতে অংশ নিচ্ছেন ।
চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ল্যু কোচেন উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবার সময়ে বলেছেন , বর্তমানে আন্তর্জাতিক বিষয়াদিতে চীন আর আফ্রিকার আলাপ-পরামর্শ ও সহযোগিতাঅব্যাহত জোরদার হচ্ছে , আর্থ-বানিজ্যিক সহযোগিতা সুষ্ঠুভাবে চলছে , মানব-সম্পদের প্রশিক্ষণ,আফ্রিকার শান্তি রক্ষা তত্পরতা আর পরিবেশ রক্ষার ব্যাপারে সহযোগিতায় স্পষ্ট অগ্রগতি হয়েছে ।
চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের যুগ্মচেয়ারম্যান দেশ, ইথিউপীয় সরকারের বিশেষদূত হাইলে কিরোস গেসেসে বলেছেন , চীন যে আংশিক আফ্রিকান দেশের পন্যদ্রব্যের ওপর শুল্কমুক্ত সুবিধা , মানবসম্পদের প্রশিক্ষণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আফ্রিকাকে সাহায্য দেয় তা আফ্রিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।
|