তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল তার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর পর থেকে অর্থনৈতিক উন্নয়নআর পরিবেশ রক্ষার সমন্বয় সাধনের পদ্ধতি অবলম্বন করছে বলে তিব্বতের পরিবেশ রক্ষার ব্রতে বিরাট অগ্রগতি হয়েছে । এ পর্যন্ত পরিবেশের গুণমানের দিক থেকে তিব্বত এখনো বিশ্বের অন্যতম উত্তম জায়গা ।
এ পর্যন্ত তিব্বতের পানি , পরিবেশের গুণমান বেশ ভালই আছে । বেশী ভাগ বন , নদনদী , হ্রদ , তৃণভূমি , জলাভূমি , হিমবাহ , তুষার পাহাড় আর বুনোপশু ও উদ্ভিদসবই সুরক্ষিত হয়েছে । সেখানকার অধিকাংশ হ্রদ আদিম অবস্থায় বজায় রয়েছে , এগুলোতে মানুষের কোনো প্রভাব পড়েনি । গোটা তিব্বত অঞ্চলে মোট ১২৫ ধরনের বুনো পশু , ৩৯ ধরনের বুনোউদ্ভিদএবং মূল্যবান ভৌগলিক সম্পদ জাতীয় পর্যায়ের সুরক্ষা পেয়েছে ।
গত বছরের ৩৫৮ দিনে তিব্বতের রাজধানী লাসার পরিবেশের গুণমান উত্তম বা ভাল , দূষণমুক্ততার হার ৯৭.৮ শতাংশ ।
|