গত কয়েক বছর দক্ষিণ পশ্চিম চীনের ইয়ুননান, সিচুয়ান, আর কুইচৌ প্রদেশ এবং তিববত আর কুয়াংসি স্বায়ত শাসিত অঞ্চল এশিয়ার প্রধান প্রধান নদীর উজানদেশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সহযোগিতা চালিয়েছে ।
ইয়াংজি নদী , লানছাং নদী আর ইয়ালুজাংপু অর্থাত ব্রহ্মপুত্র নদীর মত এশিয়ার প্রধান প্রধান নদীর উত্পত্তিস্থল দক্ষিণ পশ্চিম চীনে । দক্ষিণ পশ্চিম চীনের এই ছ'টি প্রদেশ ও স্বায়ত্ত শাসিত অঞ্চল দূষিত পানি পরিশুধন কারখানা স্থাপন এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠার মাধ্যমে এই তিনটে নদীর উজান দেশের প্রাকৃতিক পরিবেশের উন্নতি সাধন করেছে ।
জানা গেছে , এই ছ'টি প্রদেশ ও স্বায়ত্ত শাসিত অঞ্চল আবাদকৃত কৃষিজমিতে পুন:বনায়ন এবং চারণভুমিতে ঘাস লাগানোর উদ্যোগও নেবে এবং দূষণ সমস্যা সমাধানের আন্ত:প্রদেশীয় সমন্বয় সংস্থা গঠন করবে আর পরিবেশ দূষণের অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলার ব্যবস্থাও প্রবর্তন করবে ।
|