মার্কিন রিপাবলিকান পার্টির সেনেটর চাক হেগেল ২১ আগস্ট বলেছেন, ইরাক যুদ্ধ মধ্য-প্রাচ্য পরিস্থিতি আরো অস্থিতিশীল করেছে। মার্কিন সরকারের উচিত এ থেকে মুক্ত হওয়ার উপায় বিবেচনা করা, যাতে ভিয়েতনাম যুদ্ধের পুনরাবৃত্তি না হয়।
ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ সেনেটর হেগেল এ.বি.সি'র একটি অনুষ্ঠানে বলেছেন, মার্কিন বাহিনী যত দিন ইরাকে থাকবে তত দিনই সমস্যার সম্মুখীন হবে।
মার্কিন হোয়াইট হাউস অচিরেই হেগেলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছে, ইরাকে মার্কিন বাহিনীর কর্তব্য সম্পন্ন করা খুব গুরুত্বপূর্ণ।
সম্প্রতি মার্কিন জনগণের মাঝে বুশের ইরাক-নীতির বিরোধীতা তীব্রতর হয়েছে। ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের আহ্বান দিন দিন সোচ্চার হচ্ছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ মার্কিন জনগণ যুদ্ধের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
|