২২ আগস্ট ১৯১০ জাপান কোরিয়া দখল করে
১৯১০ সালের ২২ আগস্ট জাপান সরকার কোরিয়া সরকারকে " জাপান-কোরিয়া সংযোগ চুক্তি" স্বাক্ষর করতে বাধ্য করে। এতে প্রতিফলিত হয় যে জাপান আনুষ্ঠানিকভাবে কোরিয়া দখল করে নেয়।কোরিয়া অবশেষে জাপানের উপনিবেশ হয়। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর জাপান কোরিয়ার উপর ৩৫ বছর স্থায়ী নির্মম ঔপনিবেশিক শাসন চালায়। যার ফলে কোরিয়ার জনগণের মধ্যে তীব্র অসন্তোষ আর প্রতিবাদের সৃষ্টি হয়।
২২ আগস্ট ১৯১১ বিশ্ব বিখ্যাত ছবি মোনালিসা প্যারিসে চুরি যায়
১৯১১ সালের ২২ আস্ট বিশ্ব বিখ্যাত ছবি মোনালিসা প্যারিসে চুরি হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী একজন লোক মধ্য রাতে চুপি চুপি লোফু প্রাসাদে প্রবেশ করে এই মূল্যবান ছবি চুরি করে। লোফু প্রাসাদের দায়িত্বশীল ব্যক্তি এ সম্বন্ধে কিছু ব্যাখ্যা করতে পারেননি। ৪০০ বছর ধরে মোনালিসা ছবি ফ্রান্সের শিল্পকলা হিসেবে প্যারিসের লোফু প্রাসাদে সংরক্ষণ করা হয়। এই ছবিকে ফ্রান্সের রাষ্ট্রীয় অমূল্য সম্পদ বলে গণ্য করা হয়। দা ভিনসির আঁকা এই মিষ্টি মুখ ভুলতে পারে জগতে এমন কোনোলোক প্রায় নেই বললেই চলে।
২২ আগস্ট ১৯২২ কনমিউনিষ্ট ঘোষণাপত্রের চীনা ভাষার সংস্করন প্রকাশিত হয়
১৯২২ সালের ২২ আগস্ট কনমিউনিস্ট ঘোষণাপত্রের চীনা ভাষার সংস্করণ আনুষ্ঠানিকভাবে সাংহাইয়ের সমাজতান্ত্রিক গবেষণালয়ে প্রকাশিত হয়। এটা এই বইয়ের প্রথম অনুদিত সংস্করণ বলে বিশ্বজুড়ে আলোড়নের সৃষ্টি হয়। এক মাসের মধ্যে এই বই সম্পূর্ণ বিক্রি হয়ে যায়।
২২ আস্ট ১৯৫৩ ইরানের মোসাটে সরকার উত্খাত করা হয়
১৯৫৩ সালের ২২ আগস্ট ইরানের মোসাটে সরকারকে উত্খাত করা হয়। ১৯৫১ সালের ফেব্রয়ারী মাসে মোহমুদ মোসাটে ইরানের প্রধান মন্ত্রী নিযুক্ত হন।১৯৫২ সালের ২১ জুলাই তিনি আবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত হন। ১৯৫৩ সালের ১৬ আগষ্ট ইরানের রাজা বালিভা মোসাটেকে প্রধান মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন , কিন্তু তাঁর উদ্যোগ ব্যর্থ হয়। আশ্রয় নেয়ার জন্য রাজা ইরাকে যেতে বাধ্য হন।১৯৫৩ সালের ১৯ আগষ্ট ইরানে সামরিক অভ্যুত্থান ঘটে। রাজা আবার ইরাক থেকে ইরানে ফিরে যান। এর পর মোসাটে সরকার উত্খাত করা হয়। বিশ্বাসঘাতক অভিযোগে তাকে গ্রেফতার করে কারাদন্ড দেওয়া হয়।
২২ আগস্ট ১৯৫৪ তাইওয়ান মুক্ত করার যুক্ত ঘোষণাপত্র প্রকাশ
১৯৫৪ সালের ২২ আগস্ট চীনের বিভিন্ন গণতান্ত্রিক পাটি আর গণ সংগঠন তাইওয়ান মুক্ত করার যুক্ত ঘোষণাপত্র প্রকাশ করে। ঘোষণাপত্রে দৃঢ়ভাবে বলা হয়, দেশের ভূভাগীয় অখন্ততা এবং এশিয়া তথা সারা বিশ্বের শান্তি রক্ষা করার জন্য আমাদের তাইওয়ান মুক্ত করতে হবে। যুক্ত ঘোষণাপত্রে বলা হয় , তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ অংশ। তাইওয়ান মুক্ত করা চীনের সার্বভৌমত্বের প্রতিষ্ঠার অংশ এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপার। কোনো শক্তি এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না।
২২ আগষ্ট ১৯৯০ ১১তম এশীয় গেমসের মশাল জ্বালানোর অনুষ্ঠান পেইচিংএ অনুষ্ঠিত হয়
১৯৯০ সালের ২২ আগষ্ট সকাল ৮টা ১০ মিনিটে চীনের তত্কালীণ প্রেসিডেন্ট চিয়াং ছে মিন ১১তম এশীয় গেমসের পবিত্র আগুণ জ্বালান। এই পবিত্র আগুন ঠানগুলা শৃংগ থেকে সংগ্রহ করা হয়।
২২ আগষ্ট ১৯৭৩ কিসিনজের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী নিযুক্ত হন
১৯৭৯ সালের ২২ আগষ্ট হোয়াইট হাউসের তত্কালীণ নিরাপাত্তা উপদেষ্টা হেনরি কিসিনজের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী নিযুক্ত হন। পররাষ্ট্র মন্ত্রী রোজিস পদত্যাগের পর হেনরি কিসিনজের এই পদ গ্রহণ করেন। পররাষ্ট্র মন্ত্রী হওয়ার পরও তিনি অব্যাহতভাবে নিরাপত্তা উপদেষ্টার পদে অধিষ্ঠিত থাকেন।
|