চীনের দ্বিতীয় সরকারী কম্পিউটারায়ত কার্যক্রম বিষয়ক ফোরাম১৯ থেকে ২০ আগস্ট পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ফোরামে বলা হয়েছে যে, আকস্মিক ঘটনা মোকাবেলার সামর্থ্য বাড়ানোর জন্য সরকার ত্যায়নের উপর আরো জোর দেবে।
ফোরাম মনে করে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিপুল জনশক্তি নিয়োগ করে জাতীয় আকস্মিক ঘটনা মোকাবিলার জন্য জরুরী ব্যবস্থার পূর্বনির্ধারিত প্রস্তাব প্রণয়ন করেছে । প্রাথমিকভাবে জাতীয় আকস্মিক ঘটনার মোকাবিলার জরুরী ব্যবস্থার আত্ততাধীন প্রাক-সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং এর পরিচালনা ব্যবস্থার নির্মাণও দ্রুত চলছে।
ফোরাম মনে করে, ভবিষ্যতে চীনের প্রযুক্তিগত উপায়ে আকস্মিক ঘটনা মোকাবিলার সামর্থ্য উন্নত করা, আকস্মিক ঘটনা মোকাবিলার জন্য তথ্যায়ন দ্রুততর করা এবং সাজসরঞ্জাম ও প্রযুক্তির গুণগত মান উন্নত করার উপর ব্যাপক গুরুত্ব দেয়া উচিত, যাতে জাতীয় গণ নিরাপত্তা আর জরুরী ঘটনা মোকাবিলার বৈজ্ঞানিক ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গড়ে তোলা যায়।
|