 ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ২১ আগস্ট গাজা অঞ্চলের উত্তরাংশের দুটি পরিত্যক্ত ইহুদি বসতির ৩০টি বাড়ীঘর ভেঙে ফেলেছে।
এর সঙ্গে সঙ্গে ইসরাইলী বাহিনীর দু শতাধিক বুলডোজার গাজা অঞ্চলের পরিত্যক্ত ইহুদি বসতি---গুশকাটিফে প্রবেশ করে সেখানের বাড়ীঘর ভাঙ্গার কাজ শুরু করেছে।
২১ আগস্ট পর্যন্ত ইসরাইলী বাহিনী গাজা অঞ্চলের ২১টি ইহুদি বসতির মধ্যে ২০টি থেকে সরে যাওয়ার কাজ সম্পন্ন করেছে।
ইসরাইলী বাহিনীর সূত্রে জানা গেছে, ইসরাইলী বাহিনী ২৩ তারিখে গাজা অঞ্চলের ২১টি ইহুদি বসতির সবকটি থেকে সরে যাওয়ার কাজ শেষ করবে, এবং ২৪ আগস্ট জর্ডান নদীর পশ্চিম তীরে প্রত্যাহার পরিকল্পনা কার্যকর করবে।
ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস গাজায় যত তাড়াতাড়ি সম্ভব ইসরাইলী এবং ফিলিস্তিনীদের জন্য দুটি দেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।
|