v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-22 11:24:42    
১৬--২২ আগস্ট, ২০০৫

cri
খালেদা জিয়া তাঁর চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে গেছেন

    বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বদেশে বোমা হামলা জনিত কারণে নির্দিষ্ট সময়ের আগে ১৯ আগস্ট সন্ধ্যায় পেইচিং ত্যাগ করে ঢাকা ফিরে গেছেন।

    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের নিমন্ত্রণে খালেদা জিয়া ১৭ আগস্ট পেইচিংয়ে আসেন। পরিকল্পনা অনুযায়ী, তাঁর চীনে পাঁচ দিন সফর করার কথা ছিল।

    সফরকালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও, চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান  উ পাং কুও, চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও, উপ-প্রধানমন্ত্রী হুয়াং চিয়ু আলাদা আলাদাভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।

    উল্লেখ্য, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং সারা দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টি জেলায় ১৭ আগস্ট সকালে কাছাকাছি সময়ে ১০০টিরও বেশী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২ জন নিহত এবং ১৩০জন বাংলাদেশী আহত হন।

চীনে জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধ আর বিশ্ব ফ্যাসীবাদ বিরোধী যুদ্ধ জয়ের ৬০তম বার্ষিকী উদযাপন

    চীনা জনগণের জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধ আর বিশ্ব ফ্যাসীবাদ বিরোধী যুদ্ধ জয়ের ৬০তম বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট  চীনের বিভিন্ন অঞ্চলে নানা রকম স্মারক অনুষ্ঠান  হয়েছে ।

    পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিংয়ে বিভিন্ন মহলের তিন হাজারেরও বেশী লোক ঐ দিন  সন্ধ্যায় জাপানী আগ্রাসী যুদ্ধে জাপানী সৈন্যদের নারকীয়  নানচিং হত্যাযজ্ঞে শহীদদের স্মারক স্তম্ভের  সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করেন ।

    হংকং ট্রেড ইউনিয়ন ফেডারেশন আর অন্যান্য সংগঠন ঐদিন  মিছিল সমাবেশ করে। তারা হংকংস্থ জাপানের জেনারেল কনস্যুলেটের  কাছে প্রতিবাদ লিপি দেন। লিপিতে জাপান সরকারের কাছে ইতিহাস থেকে শিক্ষা নেয়া আর আগ্রাসী যুদ্ধের ওপর সুন্দর প্রলেপ দেয়ার অপচেষ্টা বন্ধ করার দাবি জানানো হয় ।

    থাইল্যান্ড ,ভারত ও রাশিয়াস্থ চীনা দূতাবাস ১৫ আগস্ট আলাদা আলাদাভাবে জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৬০তম বার্ষিকী উদযাপন করে।

কোনারেঃ চীনের উন্নয়ন আর সমৃদ্ধি আফ্রিকার পক্ষে একটি সুবর্ণ সুযোগ

     আফ্রিকান ইউনিয়েন পরিষদের চেয়ারম্যান কোনারে সম্প্রতি পেইচিংয়ে সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , চীনের উন্নয়ন আর সমৃদ্ধি আফ্রিকার পক্ষে একটি সুবর্ণ সুযোগ ।

    তিনি বলেছেন , নিজের অর্থনীতির উন্নয়নের সংগে সংগে চীন বরাবরই আফ্রিকার উন্নয়নের জন্য নিজের অবদান রেখে আসছে । জাতীয় স্বাধীনতা অর্জন করা , বর্ণবৈষম্য ব্যবস্থার বিরোধিতা করা আর অর্থনীতির উন্নয়নের প্রক্রিয়ায় আফ্রিকাকে সমর্থন করে আসছে চীন ।

    তিনি আশা করেন যে , চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের কাঠামোতে দু'পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের টেকসই রাজনৈতিক সংলাপ ব্যবস্থা গড়ে তোলা হবে , যাতে দু'পক্ষ উন্নয়নের পরিকল্পনা নিয়ে আরো আলোচনা আর কর্মসূচী প্রণয়ন করতে পারে ।

চীন ও জাতিসংঘের বৈজ্ঞানিক সহযোগিতা জোরদার হবে

    চীনের বিজ্ঞান বিষয়ক মন্ত্রী সুই কুয়ান হুয়া সম্প্রতি পেইচিংয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির  চীন শাখার প্রতিনিধি খালিদ মালিকের সঙ্গে একটি সমঝোতা স্মারকলিপি স্বাক্ষর করেছেন , যাতে দু'পক্ষ বৈজ্ঞানিক ক্ষেত্রে দীর্ঘকালীন সহযোগিতা জোরদার করতে পারে ।

    এই স্মারকলিপি অনুযায়ী , বৈজ্ঞানিক উপায়ে দারিদ্র্য বিমোচন , গ্রামের উন্নয়ন এবং পরিবেশ ও শক্তি সম্পদের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা ইত্যাদি বিষয়ে দু'পক্ষ  সহযোগিতার মান উন্নত করবে , যাতে দু'পক্ষের মধ্যে স্থিতিশীল সহযোগিতা ও অংশীদারিত্বমূলক  সম্পর্ক স্থাপন করা যায় ।

১৩ দেশের রাজধানী পুলিশের 'পেইচিং ঘোষনা' স্বাক্ষর

    আসিয়ান আর চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া এই ১৩ দেশের রাজধানী পুলিশ ১৮ তারিখ পেইচিংয়ে যৌথভাবে 'পেইচিং ঘোষণা' স্বাক্ষর করেছে । ফলে এই অঞ্চলের বিভিন্ন দেশে  পুলিশের আদান প্রদান ও সহযোগিতা জোরদার করা এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে যৌথ ব্যবস্থা গড়ে উঠবে ।

    পেইচিং ঘোষণায় বলা হয়েছে , বর্তমানে আঞ্চলিক আর আন্তর্জাতিক পুলিশের সহযোগিতা চালানোর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলোঃ কাজের অভিজ্ঞতা ও তথ্য বিনিময় জোরদার করা । সন্ত্রাস দমন ও আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধী চক্রের  ওপর আঘাত হানা এবং বিরাটাকারের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় নিরাপত্তা রক্ষা আর আকস্মিক ঘটনা মোকাবিলা প্রভৃতি সমস্যা  পেইচিং ঘোষণা অন্তর্ভুক্ত হয়েছে।

সীমান্ত এলাকায় ভারত আর বাংলাদেশের আবার গুলিবিনিময়

    ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ২০ আগস্ট জানিয়েছেন , ওই  দিন সকালে সীমান্ত এলাকায় ভারত আর বাংলাদেশের সীমান্তরক্ষীবাহিনীর মধ্যে আবার গুলিবিনিময় হয়েছে , .তবে এতে  কেউ হতাহত হয়নি ।

    ওই  সামরিক কর্মকর্তা বলেছেন , গুলিবিনিময় কয়েক ঘন্টা ধরে চলে। তিনি এর নিন্দা করে বলেছেন যে , বাংলাদেশী পক্ষ প্রথমে গুলিবর্ষণ করলে দুপক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয় ।

    ১৯ আগস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে জল-সেচ প্রকল্প নির্মান করার সময়ে বাংলাদেশী শ্রমিক ভারতের নির্মানকাজ বন্ধ করার-হুঁশিয়ারী  উপেক্ষা করায়  দুপক্ষের মধ্যে তুমুল গুলিবিনিময় শুরু  হয়। গুলিবিনিময় ১৯ আগস্ট গভীর রাত পর্যন্ত স্থায়ী হয়। এ পর্যন্ত দুপক্ষ হতাহতের সংখ্যা প্রকাশ করেনি । কিন্তু দুপক্ষ বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করার ইচ্ছা প্রকাশ করেছে । যাতে অনুরূপ ঘটনা এড়ানো যায় ।

পাকিস্তান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের  সংখ্যা বাড়ানোর বিরোধিতা করে

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত  আজিজ ১৬ আগস্ট ইসলামাবাদে জাতিসংঘস্থ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আক্রামের সঙ্গে সাক্ষাত্কালে আরেক বার ঘোষণা করেছেন , তার দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা বাড়ানোর বিরোধিতা করে।

    আজিজ বলেছেন , গণতন্ত্র ও ন্যায়ের ভিত্তিতে জাতিসংঘের সংস্কার  পাকিস্তান সমর্থন করে এবং নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা বাড়ানোকে  স্বাগত জানায় , তবে পাকিস্তান স্থায়ী সদস্য দেশের সংখ্যা বাড়ানোর বিরোধিতা করে ।

পাকিস্তানে তালিবানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আটক

    ১৮ আগস্ট পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেরপাও ইসলামাবাদে বলেছেন,পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সম্প্রতি একজন গুরুত্বপূর্ণ তালিবান সদস্যকে গ্রেফতার  করেছে।

    রয়টারের খবরে প্রকাশ, শেরপাও বলেছেন, এই তালিবান সদস্যের নাম মোঃ ইয়াসির। সে তালিবানের প্রথম মুখপাত্র। শেরপাও বলেছেন, ইয়াসির কয়েক দিন আগে পাকিস্তানের মার্ডান শহরে ধরা পড়েছে।

নিহত পররাষ্ট্র মন্ত্রীর জন্য শ্রীলংকায় রাষ্ট্রীয় শেষকৃত্য

    ১৫ আগস্ট রাজধানী কলম্বোয় আততায়ীদের গুলিতে নিহত শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী লক্ষুণ কাদিরগামারের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে । শ্রীলংকা সরকার দিনটি জাতীয় শোক দিবস ঘোষণা করে ।

    শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে শেষকৃত্য অনুষ্ঠানে বলেছেন, এই হত্যার লক্ষ্য হল দেশকে বিভক্ত করা এবং শ্রীলংকার গণতন্ত্র ধ্বংস করা। তিনি শ্রীলংকার জনসাধারনের উদ্দেশ্যে মতভেদ ভুলে সারাদেশে সু-সংহতভাবে সব ধরণের সন্ত্রাসবাদ নির্মূল করার আহ্বান জানিয়েছেন।

টাইগাররা শ্রীলংকা সরকারের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কথা ভাবছে

    শ্রীলংকার যুদ্ধবিরতি চুক্তি তত্ত্বাবধান কমিটির দায়িত্বশীল ব্যক্তি হাগরুপ হৌকলান্ড ১৯ আগস্ট কলম্বোয় বলেছেন, সরকার বিরোধী সশস্ত্র তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থা যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখা এবং শ্রীলংকা সরকারের সঙ্গে বৈঠক করার বিষয় বিবেচনা করছে।

    তিনি বলেছেন, দু'পক্ষের বৈঠকের আলোচ্যবিষয় হলো যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণভাবে কার্যকরী করার উপায় এবং চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়ায় উদ্ভূত সমস্যা আলোচনার  মাধ্যমে সমাধান করা। তিনি আরো বলেছেন, দু'পক্ষ বৈঠকের সময়সূচী নিয়ে শলা-পরামর্শ করছে।

যুক্তরাষ্ট্রের বৈরী মনোভাব থাকলে ইরান ও যুক্তরাষ্ট্রের কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে না

    ইরানের সরকারী সংবাদ মাধ্যমে  ১৬ আগস্ট প্রচারিত নতুন সরকারী বিবরণীতে বলা হয়েছে , যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বৈরী মনোভাব পোষণ করতে থাকে , তাহলে ইরান দু'দেশের ২৫ বছরে ধরে ছিন্ন কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করবে না ।

    এই বিবরণীতে বলা হয়েছে , ইরানের নতুন সরকার সাবেক প্রেসিডেন্ট খাতামীর নরম কূটনৈতিক নীতি মেনে চলবে। তবে বিবরণীতে জোর দিয়ে বলা হয়েছে যে , যুক্তরাষ্ট্র ইরানী জনগণের অনুভূতিকে সম্মান না করলে ইরান সরকার কোনমতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপন  করবে না । এই বিবরণীতে আরো বলা হয়েছে , ইরান ইস্রাইলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করবে না ।

লন্ডনে বোমা বিস্ফোরণের সংগে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে বিনা শর্তে হস্তান্তর করার জন্য ব্রিটেন ইটালীকে তাগিদ দিয়েছে

    ব্রিটেনের আশা করে তাদের অনুরোধক্রমে , ইটালী  লন্ডন বিস্ফোরণের সংগে জড়িত সন্দেহভাজন ব্যক্তি হামদি ইসাককে ব্রিটেনের কাছে যথাশীঘ্র আর বিনা শর্তে হস্তান্তর করবে , যাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা যায় । ইটালীর একজন আইনজীবী  ১৬ আগস্ট এ কথা বলেছেন ।

    ওই আইনজীবী  বলেছেন , ইটালীর আইন কর্তৃপক্ষ হামদিকে ব্রিটেনের কাছে সাময়িকভাবে হস্তান্তর করার বিষয়ে যে মন্তব্য করেছে , ব্রিটেন তা গ্রহণ করবে না ।

    গত ২৯ জুলাই হামদি রোমের উপকন্ঠে গ্রেফতার হয়েছেন । তিনি ২১ জুলাই লন্ডন সাব-ওয়েতে বিস্ফোরণে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন ।

অধিকাংশ ইহুদি বাসিন্দার গাজা ত্যাগ

    গাজার ইহুদি আবাসিক এলাকা থেকে ইস্রাইলের একতরফা কার্যক্রম পরিকল্পনা সুষ্ঠুভাবে চলছে । ১৯ আগস্ট ভোর পর্যন্ত ২১টি ইহুদি আবাসিক এলাকার মধ্যে ১৭টি থেকে প্রত্যাহার সম্পন্ন হয়েছে , সরিয়ে নেয়া মানুষের সংখ্যা  বসতির বাসীদাদের ৮০ শতাংশ প্রত্যাহার সম্পন্ন হবে।

    ১৮ আগস্ট ইস্রাইলী তথ্য মাধ্যমের একটি জনমত জরিপে থেকে বলা হয়েছে , আধিকাংশ ইস্রাইলী একতরফা প্রত্যাহার  পরিকল্পনা সমর্থন করে ।