 চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিতঅঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তা ওয়াং ল্যছুয়েন ২০ আগস্ট উরুমুচি শহরে বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনের সম্পদের ব্যয় বাড়ছে বলে শক্তিসম্পদে সমৃদ্ধ সিনচিয়াং ইতিমধ্যে চীনে শক্তিসম্পদের এক গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে পরিণত হয়েছে।
ওয়াং ল্যছুয়েন বলেছেন, উত্তর-পশ্চিম চীনের প্রান্তে অবস্থিত সিনচিয়াং প্রচুর তেল, প্রাকৃতিক গ্যাস আর কয়লা সম্পদের অধিকারী। এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনের ৩০ শতাংশ তেল, প্রাকৃতিক গ্যাস আর কয়লা সিনচিয়াংয়ে মজুদ আছে। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াং কয়লা সম্পদের বহুমুখী ব্যবহার জোরদার করছে, একই সাথে সিনচিয়াং তেল ও প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান ও উন্নয়নের কাজও জোরদার করবে যাতে চীনের তেলের চাহিদার নিশ্চয়তা বিধান করা যায়।
|