সার্বিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বোরিস তাদিক আর মন্টিনিগ্রো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফিলিপ উয়ানোভিচ ২০ আগস্ট আলাদা আলাদাভাবে বেলগ্রেডে আর তিভাতে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রীলি চাওসিংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন ।
সাক্ষাতকালে প্রেসিডেন্ট দ্বয় বলেছেন , আর্থ-বানিজ্যিক আর সাংস্কৃতিক ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করে চীনের আরও বেশী অর্থবিনিয়োগকারীদের আকর্ষণ করবে বলে তারা আশা করেন । তারা জোর দিয়ে বরেছেন , সার্বিয়া আর মন্টি নিগ্রো দৃঢতার সঙ্গে এক চীন নীতিতে অটল থাকবে।
চীনের সঙ্গে সার্বিয়া আর মন্টি নিগ্রোর সম্পর্ককে সামনে নিয়ে যাওয়ার জন্যে দুই প্রেসিডেন্টযে সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়েছেন লি চাওসিং তার প্রশংসা করেন এবং এক চীন নীতিতে অটল থাকার জন্যে তাদের ধন্যবাদ জানান । তিনি বলেছেন , চীন সার্বিয়া ও মন্টি নিগ্রোর সঙ্গে পারস্পরিক কল্যানকর সহযোগিতা জোরদার করতে চায় ।
|