সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট জন গারাংয়ের হেলিকপ্টার দুর্ঘটনার কারণ তদন্ত করার জন্যে সম্প্রতি উগান্ডা আর সুদানের যৌথ তদন্ত কমিটি গঠিত হয়েছে।
উগান্ডা বেতারের ২০ আগস্টের খবরে প্রকাশ , উগান্ডার প্রকল্প, বাস্তু আর যোগাযোগমন্ত্রী জোন নাসাসিরা আর সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্টআবেল আলিয়ের যৌথভাবে তদন্ত কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন। প্রযুক্তিগত পরীক্ষা চালানোর জন্যে যৌথ তদন্ত কমিটি ইতিমধ্যে বিমানটির ব্র্যাকবক্স রাশিয়ায় পাঠিয়েছে । তদন্তকারীরা বিমানের রেকর্ডিং আর উড্ডয়নের তথ্য নিয়ে বিশ্লেষণ করবেন । যৌথতদন্ত কমিটি তদন্ত-কাজে যুক্তরাষ্ট্র , রাশিয়া আর কেনিয়ার প্রকৌশলীদের অংশ নিতে দিতে রাজী হয়েছে ।
উল্লেখ্য , গারাং সুদান গণ মুক্তি আন্দোলনের নেতা ছিলেন , জুলাই মাসের প্রথম দিকে তিনি সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ও দক্ষিন অঞ্চলের সরকারের চেয়ারম্যান নিযুক্ত হন । ৩০ জুলাই উগান্ডায় তার ব্যক্তিগত সফর শেষ করে দেশে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় সকল যাত্রী সহ মারা যান ।
|