চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা পেইচিংয়ে বলেছেন, গত ১১ জুন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বস্ত্র রপ্তানি সমস্যা নিয়ে সমঝোতা হওয়ার পর চীনের বস্ত্রশিল্পের বাণিজ্যিক পরিবেশের লক্ষনীয় উন্নতি হয়েছে।
এ কর্মকর্তা বলেছেন, চীন-ই ইউ বস্ত্রপণ্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর থেকে, দু'পক্ষ স্মারক বাস্তবায়নে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে এসেছে। শুল্ক ব্যবস্থাপনা ব্যুরোর একটি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চীনের বস্ত্র রপ্তানি প্রায় ৬১.৫ বিলিয়ন মার্কিন ডলার, এর মধ্যে জুন এবং জুলাই মাসে রপ্তানির বৃদ্ধি সবচেয়ে বেশী।
তিনি আরো বলেছেন, আগামী বছরে ইউরোপীয় বাজারে চীনের বস্ত্র রপ্তানি আরো বাড়বে।
|