ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ২০ আগস্ট জানিয়েছেন , এই দিন সকালে সীমান্ত এলাকায় ভারত আর বাংলাদেশের সীমান্তরক্ষীবাহিনীর মধ্যে আবার গুলিবিনিময় হয়েছে , .তবে গুলিবিনিময়ে কেউ হতাহত হয়নি ।
এই সামরিক কর্মকর্তা বলেছেন , গুলিবিনিময় কয়েক ঘন্টা ধরে চলেছে । তিনি এর নিন্দা করে বলেছেন যে , বাংলাদেশী পক্ষ প্রথমে গুলিবর্ষণ করলে দুপক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয় ।
১৯ আগস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে জল-সেচ প্রকল্প নির্মান করার সময়ে বাংলাদেশী শ্রমিক ভারতের নির্মানকাজ বন্ধ করার হুশিয়ারী উপেক্ষা করায় ভারত পক্ষ গুলি ছুঁড়ে। এর পর দুপক্ষের মধ্যে তুমুল গুলিবিনিময় হয়েছে । গুলিবিনিময় ১৯ আগস্ট গভীর রাত পর্যন্ত স্থায়ী হয়। এ পর্যন্ত দুপক্ষ হতাহতের সংখ্যা প্রকাশ করেনি । কিন্তু দুপক্ষ বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করার ইচ্ছা প্রকাশ করেছে । যাতে অনুরূপ ঘটনা এড়ানো যায় ।
|