চীনের রাষ্ট্রীয় কাউনসেলার চেন জি লি ২০ আগস্ট বলেছেন, তিনি আশা করেন চীন একটি উদ্ভাবনমূলক দেশে পরিণত হওয়ার জন্য চীনের বিজ্ঞানীরা নিজের শক্তির ওপর নির্ভর করবেন।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির ২০০৫ সালের সেমিনারে একই দিন উত্তর-পশ্চিম চীনের উরুমোছি শহরে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে চেন জি লি বলেছেন, নিজের শক্তির উপর নির্ভর করে নতুন প্রযুক্তির উদ্ভাবন করা হলো অযৌক্তিক প্রযুক্তিগত কাঠামো ইত্যাদি রাষ্ট্রীয় অর্থনীতির উপর যে গুরুতর সমস্যা সৃষ্টি করে, তা সমাধানের নিশ্চিত পন্থা।
তিনি বলেছেন, ভবিষ্যতে চীন সরকার বিজ্ঞান ও প্রযুক্তির নীতি সংস্কার জোরদার করবে, উদ্ভাবন ত্বরান্বিত করার নীতি প্রণয়ন করবে এবং "বিজ্ঞান আর শিক্ষার ওপর নির্ভর করে দেশ গড়ে তোলা" আর ধীশক্তি দিয়ে দেশ শক্তিশালী করার নীতি বাস্তবায়ন করবে।
জানা গেছে, এবারের সেমিনারের বিষয় হলো "বিজ্ঞানের উন্নয়ন দৃষ্টিভঙ্গি ও সম্পদের টেকসই প্রয়োগ"। ৬ হাজার ৭ শো বিজ্ঞানী এবারের সিমেনারে যোগ দিয়েছেন।
|