চীনে নিযুক্ত দক্ষিন আফ্রিকা উন্নয়ন কমিউনিটির প্রতিনিধি দলের নেতা জোসেফ মোকোজো ১৯ আগষ্ট পেইচিংয়ে বলেছেন , দক্ষিন আফ্রিকা উন্নয়ন কমিউনিটি চীনের সঙ্গে আরও বেশী ক্ষেত্রেপারস্পরিক লাভজনক সহযোগিতা চালানোর প্রতীক্ষায়আছে ।
দক্ষিন আফ্রিকা উন্নয়ন কমিউনিটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অভ্যর্থনানুষ্ঠানে তিনি এ কথা বলেছেন । তিনি বলেছেন , দক্ষিন আফ্রিকাউন্নয়ন কমিউনিটি যে দিন প্রতিষ্ঠিত হয় সেই দিন থেকেই চীন তার সার্বক্ষনিক বন্ধু হয়েছে ।সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করেছে , দক্ষিণ আফ্রিকা , তান্জানিয়া প্রভৃতি দক্ষিণ আফ্রিকান দেশগুলোর সঙ্গে চীনের বানিজ্য অনবরতভাবে বেড়েছে । এটা দক্ষিণ আফ্রিকা উন্নয়ন কমিউনিটির সদস্যদেশ তথা গোটা আফ্রিকার জন্যেপারস্পরিক উপকারিতা ও সহযোগিতার এক সুবর্ণ সুযোগ ।
চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ল্যু কোচেন বলেছেন , চীন সরকার দক্ষিণ আফ্রিকা উন্নয়ন কমিউনিটি এবং তার সদস্যদেশগুলোর সঙ্গে আব্যাহত সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক ।
|