চীনের ইয়ুন নান প্রদেশের সম্পাদক পাই আন পেই ২০ আগস্ট কুন মিংয়ে বলেছেন, গত ৫ বছর ইয়ুন নান প্রদেশে ৭.৫ লক্ষ সংখ্যালঘু জাতির গরিব লোকের খাবারের সমস্যা সমাধান করা হয়েছে।
সেদিন অনুষ্ঠিত ইয়ুন নান প্রদেশের সংখ্যালঘু জাতি বিষয়ক একটি সম্মেলনে পাই আন পেই এই কথা বলেন।
ইয়ুন নান প্রদেশে সংখ্যালঘু জাতির জন সংখ্যা পুরো প্রদেশের জন সংখ্যার ৩ ভাগের এক ভাগ। এই ৫ বছর সারা প্রদেশে সংখ্যালঘু জাতি অধ্যুষিত এলাকা ও ৭টি সবচেয়ে কম জন সংখ্যাক বিশিষ্ট সংখ্যালঘু জাতিকে সাহায্য করতে আরও শক্তিশালী ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০০১ সাল থেকে সারা প্রদেশে সংখ্যালঘু জাতির অর্থনৈতিক উন্নয়নের জন্য পরপর ১২.৯ বিলিয়ন রেন.মিন.পি বরাদ্দ করা হয়েছে।
|