চীনের উপ-প্রধানমন্ত্রী মাদাম উ ই সম্প্রতি পেইচিংয়ে বলেছেন, চীনের অর্থনীতির উন্নয়নের কারণে চীনের বিশ্ব পর্যটন খাতে বৃহত্ দেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
উ ই বলেছেন, ২০ বছর ধরে অর্থনীতির উন্নয়নের পর চীনে পর্যটনের অবকাঠামো এবং আনুসাংগিক ব্যবস্থার মানোন্নয়ন হয়েছে। বর্তমানে চীনে আসা বিদেশী পর্যটকের সংখ্যা এবং এ খাতে যে আয় হয় তাতে বিশ্বে যথাক্রমে চতুর্থ এবং সপ্তম অবস্থানে রয়েছে চীন। তাছাড়া, এ কয়েক বছর বিদেশে যাওয়া চীনা পর্যটকের সংখ্যা দ্রুতভাবে বাড়ছে বলে এই ক্ষেত্রে চীন এশিয়ার প্রথম হয়েছে।
উ ই জোর দিয়ে বলেছেন, সামনের কয়েক বছর, চীনে বেশি কয়েকটি আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে এবং একই সঙ্গে পর্যটন ব্যবস্থপনার নীতি সুসংবদ্ধ করা হবে।
|