ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ১৯ আগস্ট গাজায় বলেছেন, গাজা থেকে ইস্রাইলের প্রত্যাহার হলো ফিলিস্তিনীদের সর্বোচ্চ উত্সর্গের সুফল।
একই দিন আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের কর্মকর্তারা এবং সাধারণ জনতা উত্সব অনুষ্ঠান আয়োজন করে গাজা থেকে ইস্রাইলের প্রত্যাহার উদযাপন করেছেন। আব্বাস এই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেছেন, গাজা থেকে প্রত্যাহার শুধু প্রথম ধাপ। এর পরের ধাপ জর্দান নদীর পশ্চিম তীর এবং জেরুজালেম। তিনি জোর দিয়ে বলেছেন, ইস্রাইলের প্রত্যাহারের পর থেকে ফিলিস্তিনের কর্তব্য হলো মাতৃভূমি পূর্নগঠন এবং রক্ষা করা।
এ খবর পাওয়া পর্যন্ত গাজার ২১টি ইহুদি বসতির মধ্যে ১৮টি থেকে ইস্রাইলের পুরোপুরি প্রত্যাহার সম্পন্ন হয়েছে। অন্য তিনটি আর জর্দান নদীর পশ্চিম তীরের ৪টি বসতি থেকে প্রত্যাহার আগামী সপ্তাহের মধ্যে শেষ হবে।
|