চীন, যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়া এই তিনটি দেশের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের গবেষণা আর যাচাই বাছাইয়ের পর সম্প্রতি চীনের কানসু প্রদেশের তুন হুয়াংয়ের মুকাও গুহা সংরক্ষণ সংক্রান্ত একটি কার্যক্রম প্রণয়ন করা হয়েছে । এটা চীনের প্রথম পুরাকীর্তি সংরক্ষণ কার্যত্রম , যা আন্তর্জাতিক সহযোগিতায় প্রণয়ন করা হয়েছে ।
এই কার্যক্রমে বিদেশী পুরাকীর্তি সংরক্ষণের উন্নত মানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী ২০ বছরের মধ্যে মুকাও গুহার সংরক্ষণ , ব্যবস্থাপনা এবং তা নিয়ে গবেষণা করা আর কাজে লাগানোর ব্যাপারে একটি নীল নক্সা প্রণয়ন করা হয়েছে ।
৭ শতাধিক গুহা বিশিষ্ট মুকাও গুহায় দেয়াল চিত্রের আয়তন ৪০ হাজার বর্গ মিটারে দাঁড়িয়েছে । ১৯৮৭ সালে তা বিশ্ব সাংস্কৃতিক উত্তরাধিকার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ।
|