রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ১৮ তারিখ বলেছেন , ইরাক থেকে বিদেশী সৈন্য পর্যায়ক্রমে সরানো সংক্রান্ত একটি সময়সূচী প্রণয়ন করতে হবে ।
একই দিন কৃষ্ণ সাগরের উপকূলীয় দর্শনীয় স্থলে সফররত জর্দানের রাজা আবদুল্লাহ'র সংগে বৈঠক করার পর তিনি এই মত প্রকাশ করেছেন । তিনি বলেন , ইরাক থেকে বিদেশী সৈন্য সরানো সংক্রান্ত একটি সময়সূচী প্রণয়ন দেশের পুনর্গঠনে যোগ দিতে ইরাকের বেশ কিছু বিরোধী শক্তিকে আকৃষ্ট করার অনুকুল হবে ।
তিনি বলেছেন , ইরাকের অভ্যন্তরীণ রাজনৈতিক সংলাপে সকল প্রধান জাতীয় ও ধর্মীয় গোষ্ঠী আর রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা উচিত । তিনি বলেছেন , শুধু বল প্রয়োগের ওপর নির্ভর করেই সন্ত্রাসপুরোপুরি দমন করা অসম্ভব ।
|