গত কয়েক বছরে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্ত শাসিত অঞ্চল তার ২৭টি উন্মুক্ত বন্দরে বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভর করে চীনের বৃহত্তম সীমান্ত বাণিজ্য স্বায়ত্ত শাসিত অঞ্চলে পরিণত হয়েছে ।
জানা গেছে , সিনচিয়াংয়ের সীমান্ত বন্দরগুলো ক্রমাগত উন্মুক্ত আর বিকশিত হবার সংগে সংগে সিনচিয়াংয়ে যে দ্রুত বিপুল বাণিজ্যিক সুযোগ আর পূঁজি আকৃষ্ট হয়েছে , তা তার অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করেছে ।
গত বছর সিনচিয়াংয়ের রফতানি আর আমদানির মূল্য ৫.৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । এ পর্যন্ত ১২০টি দেশ ও অঞ্চলের সংগে তার আর্থ-বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে ।
|