v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-19 20:08:01    
ইয়াও জাতির লম্বা চুল মেয়ে

cri
    পৃথিবীতে সুন্দর লম্বা চুল সাধারণতঃ সকল মেয়ের ভাল লাগে । মেয়েদের জন্য লম্বা চুল যেমন দেখতে সুন্দর , তেমনি এতে মেয়েদের সুন্দর আবেগ আর অনুভূতিও শামিল হয়েছে । দক্ষিণ চীনের কুয়াংশি জুয়াং স্বায়ত্ত শাসিত অঞ্চলের পাহাড়ী এলাকায় মেয়েরা লম্বা চুল আঁচড়ায় , এতে তাদের সুখ ও স্বপ্ন ব্যক্ত করা হয় ।

    দক্ষিণ চীনের কুয়াংশি জুয়াং স্বায়ত্ত শাসিত অঞ্চলের লুংচি এলাকা নীল পাহাড় আর সবুজ নদ-নদীতে ঘেরা । এখানে গিয়ে আপনার চোখে পড়বে মেয়েরা নদীর ধারে বসে চুল আঁচড়ায় , তাদের কৃষ্ণ লম্বা চুল জলপ্রপাতের মতো উপর থেকে নীচে গড়িয়ে পড়ছে। লম্বা চুলের প্রশংসা নামের একটি মিষ্টি গানের সুর নদীর ধারে ভেসে উঠে । গানে বলা হয়েছে , প্রেমিকে জন্যে অপেক্ষা করতে করতে আমি কৃষ্ণ ও উজ্জ্বল লম্বা চুল আঁচড়াছি । মোটা আর উজ্জ্বল চুলে দম্পতির চিরকালের ভালবাসা প্রকাশিত হয় এবং বাবা মা'র উপকার কখনো ভুলে যাবে না । লম্বা চুল সুখী জীবণের পরিচায়ক ।

    এই সব দীর্ঘ-বেশী মেয়ে দক্ষিণ চীনের ইয়াও জাতির একটি শাখা । ইয়াও জাতির মেয়েদের শাখা চিহ্নিত করতে হলে তাদের পোষাকের ওপর । নির্ভর করতে হয় । উল্লেখিত মেয়েরা লাল পোষাক পরতে পছন্দ করে বলে তাদের লাল ইয়াও বলা হয় । লাল ইয়াও প্রধানতঃ কুয়াংশির উত্তরাংশের পাহাড়ী অঞ্চলে বাস করে । তাদের লোকসংখ্যা ১৩ হাজার । হান ভাষার ব্যাপক প্রভাবের দরুণ তারা সবাই হান ভাষায় বলে । লাল ইয়াও মেয়েরা ১৩ বছর বয়সে লম্বা চুল আঁচড়াতে শুরু করে । ১৬ বছর বয়সে একবার চুল কাটে । তার পর আর কখনও কাটবে না ।

    লাল ইয়াও মেয়েরা মনে করে যে , লম্বা চুল প্রাণের প্রতীক । সুতরাং লম্বা চুল আঁচড়ানো তাদের শত শত বছর ধরে মেনে নেয়া একটি আচার আচরণ । মেয়েদের চুল আঁচড়ানোর সময় অসাবধানে কয়েকটি কেশ মাটিতে পড়লেও তারা সযত্নে কুড়িয়ে নিয়ে তা সংরক্ষণ করে । তাদের কাটা চুল সাধারণতঃ নানীর কাছে সংরক্ষিত থাকে । বিয়ের দিনে এগুলো একটি পণ হিসেবে তাদের লম্বা চুলের ভিতরে ঢুকানো হয় ।

    লাল ইয়াও মেয়েদের চুলে তাদের গোপনীয় অভিজ্ঞতা লুকিয়ে আছে । ফাং চি ছিং নামে একজন মেয়ে বলেছেন ,

    ইয়াও জাতির মেয়েরা বিবাহিত বা অবিবাহিত কিনা, তা বুঝতে হলে তাদের চুলের স্টাইল দেখা উচিত । আমাদের চুলের স্টাইল আঁচড়ানোর পদ্ধতি ভিন্ন । যাদের চুল গোলাকারে আঁচড়ানো হয় , তারা বিবাহিত , কিন্তু তাদের বাচ্চার জন্ম হয় নি । যাদের মাথার সামনে একটি পরিপাটি খোঁপার মত থাকে, তারা বিবাহিত এবং তাদের বাচ্চার জন্ম হয়েছে । আমার মতো যাদের চুল গোলাকারে আঁচড়ানো হয় এবং তা পাগড়ি দিয়ে জড়ানো , তারা অবিবাহিত ।

    লম্বা চুল লাল ইয়াও মেয়েদের মূল্যবান সম্পত্তি , সুতরাং তারা অপরিচিত লোকদের সামনে কখনও নিজেদের চুল দেখায় না । তাদের চুল এক টুকরা লীল রংয়ের রুমাল দিয়ে জড়ানো। স্থানীয় আচার ব্যবহার অনুযায়ী , যে পুরুষ সবচাইতে আগে লাল ইয়াও মেয়ের লম্বা চুল দেখেছে , সে অবশ্যই সেই মেয়ের স্বামী হবে ।

    লাল ইয়াও মেয়েদের চুলের স্টাইল আশ্চর্য, চুলের দৈর্ঘ্য সাধারণতঃ এক মিটারেও বেশি । তাদের মধ্যে এক জনের চুলের দৈর্ঘ্য ১.৮ মিটারে দাঁড়িয়েছে । লুংসেন অঞ্চলের হোয়াং লু ইয়াও গ্রামে ষাটাধিক মেয়ের চুলের দৈর্ঘ্য ১.৪মিটারের উপরে । একটি গ্রামে যে এত বেশি মেয়ের চুল আশ্চর্য লম্বা হয়েছে , তা গিনিস বিশ্ব রেকর্ড স্থাপন করেছে । গ্রামবাসী ফাং চি কান বলেছেন ,

    লাল ইয়াও মেয়েরা লম্বা চুল সুন্দর বলে মনে করে । তাদের মতে , চুল প্রাণের এক অংশ । তাকে ইচ্ছে মতো করা যায়। লম্বা চুল দীর্ঘায়ু আর সৌভাগ্যের প্রতীক । তাদের চুল রক্ষণাবেক্ষণের দ্রব্যও বিস্ময়কর । চাল পরিস্কার করার পানিতে কিছু বনৌষধি ওষুধ ভিজিয়ে রেখে পচানোর পর যে তরল সৃষ্টি হয় , তা লাল ইয়াও জাতির মেয়েদের ব্যবহার্য চুল রক্ষণাবেক্ষণ দ্রব্য । এই চুল রক্ষণাবেক্ষণ দ্রব্য ব্যবহার করার জন্য কিছু সত্তর আশি বছর বয়স্ক বৃদ্ধার চুল এখনো চকচকে উজ্জ্বল । তা ছাড়া গ্রামের দূষণমুক্ত পরিবেশ , স্বচ্ছ পানিও ওখানকার মেয়েদের চুল ভাল অবস্থায় সংরক্ষিত হবার একটি কারণ ।

    লম্বা চুল ছাড়া রৌপ্য অলংকার আর সূচীকর্মের পোষাকও লাল ইয়াও মেয়েদের নিদর্শন । লাল পোষাক পরা এই সব ইয়াও জাতির মেয়েদের একটি উপভোগযোগ্য দৃশ্য । পরিপাটি লাল সূচিকর্মের পোষাক , ময়ুর পাখা বাড়ানোর মতো স্কার্ট আর বড় বেল্ট ,এ সব কিছুতে মেয়েদের আবেগ আর স্ফুর্তিপূর্ণ অনুভূতি প্রকাশিত হয়েছে ।

    চুলের স্টাইলের মতো লাল ইয়াও মেয়েদের পোষাকেও তাদের বয়সের গোপনীয়তা অন্তর্ভুক্ত রয়েছে । ফাং চি ছিং নামে একজন মেয়ে বলেছেন ,

অল্পবয়সী মেয়েরা প্রধানতঃ পুরানো তাঁতে বোনা বস্ত্র দিয়ে বানানো লাল পোষাক পরে । প্রৌঢ় নারীরা সূচিকর্মের পোষাক পরে আর বৃদ্ধারা কালো রংযের পোষাক পরে ।

    লাল ইয়াও মেয়েরা সবাই সূচীকর্মে পারদর্শী । তাদের সূচীকর্মের ডিজাইন সরল আর প্রাণবন্ত । তাদের মাথায় চুল পাগড়িতে জড়ানো , তাদের ওপরে রংবেরংয়ের সুতা দিয়ে সূচীকর্মে বানানো চতুর্ধার একটি ডিজাইন ।

    রূপ কথা অনুযায়ী , ইয়াও জাতির পূর্বপুরুষরা একজন সম্রাটের প্রাণ বাঁচিয়েছেন , নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করার জন্য এই সম্রাট তার উপকারীর গায়ে চতুর্ধার নক্সাবিশিষ্ট একটি সীলের ছাপ দিয়েছেন । পরে যাদের গায়ে এই ধরণের সীলের ছাপ আছে , তারা রাষ্ট্রের বাধ্যতামূলক পরিশ্রমমুক্ত । সুতরাং ইয়াও জাতির অর্থ রাষ্ট্রের বাধ্যতামূলক পরিশ্রম থেকে মুক্ত ।

    চুল জড়ানো রুমাল ছাড়া রুপোর অলংকারও লাল ইয়াও মেয়েদের এক ধরণের প্রয়োজনীয় সাজানো জিনিষ । বয়স যতই হোক না কেন , ইয়াও জাতির মেয়েদের দুটো রুপোর দুল পরা প্রয়োজন এবং খোপার ভিতরে একটি সৌন্দর্যময় চিরুনি ঢুকানো হয় । রুপোর অলংকার আর কালো চুলের আলোয় লাল ইয়াও মেয়েদের সৌন্দর্য দেখানো হয়েছে । দক্ষিণ আফ্রিকার পর্যটক ভেন লীগ্ বলেছেন ,

    লুংচি অঞ্চলে বিভিন্ন জাতি ও তাদের যার যার ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষিত আছে । ওখানে ঐতিহ্যিক সংগীত শোনা যায় আর স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন চালের মদ খাওয়া যায় ।